Nitish and Prashant Kishor Meeting: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ভোট-কুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরের আচমকা বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। এই বৈঠক এমন সময়ে হল, যখন তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থার ভবিষ্যত সম্পর্ক নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় নৈশভোজে নীতীশের সঙ্গে প্রশান্তর কথাবার্তা হয়। বিহারের মুখ্যমন্ত্রীকে যখন প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর সাক্ষাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি পুরানো সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, প্রশান্ত কিশোরের সঙ্গে আমার সম্পর্ক কী আজকের? একইসঙ্গে তিনি বলেছেন, বৈঠকের বিশেষ কোনও উদ্দেশ্য নেই। 


বিহারের মুখ্যমন্ত্রী দিল্লি সফরে এসে অনেকের সঙ্গেই সাক্ষাৎ করছেন। এরইমধ্যে তাঁর পুরানো সঙ্গী প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাৎ হয়। এই সারপ্রাইজ ডিনারকে অবশ্য হাল্কা করেই দেখাতে চেয়েছেন নীতীশ। তিনি বলেছেন,  এই সাক্ষাৎকার খুবই স্বাভাবিক। এতে বিশেষ কিছু বিষয় নেই। যদিও সংশ্লিষ্ট মহলে এই ঘটনা ঘিরে জল্পনা ছড়িয়েছে। কারণ, একে অপরের বিরুদ্ধে মন্তব্য ও পাল্টা মন্তব্যের পর প্রশান্ত কিশোরের সঙ্গে জেডি-ইউ-র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল। সেজন্য এতদিন পর দুজনকের সাক্ষার ঘিরে নানান জল্পনা ছড়িয়েছে। 


রাজনৈতিক মহলে প্রশান্ত কিশোর ও নীতীশের সাক্ষাৎ ঘিরে বেশ কৌতুহল তৈরি হয়েছে। কারণ, ২০২৪-র এর সাধারণ নির্বাচন নিয়ে এক নয়া সমীকরণ প্রশান্ত কিশোর গড়ে তুলতে চাইছেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। এরইমধ্যে গত কয়েক মাসে প্রশান্ত কিশোর বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সদ্যই এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বিরোধী শিবিরকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে, ২০২৪-র লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো যেতে পারে। কিন্তু এজন্য প্রয়োজন যথাযথ রণকৌশলের। 


উল্লেখ্য, এর আগে জেডিইউ দলে ছিলেন প্রশান্ত কিশোর। পরে দলের সঙ্গে তাঁর সম্পর্ক বিচ্ছেদ হয়। 


অন্যদিকে,ঝাড়খণ্ডে সম্প্রতি ভোজপুরী-মাগাহি বিতর্ক নিয়েও মুখ খুলেছেন নীতীশ। তিনি বলেছেন, ভোজপুরী ও মাগাহি শুধু কি কোনও একটি রাজ্যের? উত্তরপ্রদেশেও ভোজপুরী বলা হয়, বিহার-ঝাড়খণ্ডেও।