কলকাতা : দিল্লির পর এবার উত্তরপ্রদেশে যাচ্ছে তৃণমূলের (TMC) ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team)। কাল সকালে প্রয়াগরাজ যাচ্ছে তারা। ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে থাকছেন দোলা সেন, মমতাবালা ঠাকুর, উমা সোরেন, সাকেত গোখলে, ললিতেশ ত্রিপাঠী। এর আগে দিল্লির জাহাঙ্গিরপুরীতে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এবার বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
যোগী-রাজ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে গেছে। এক পরিবারের ২ বছরের শিশু-সহ ৫ জনের গলা কেটে খুন করা হয়েছে। ধর্ষণে বাধা দেওয়াতেই গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন ; নারকীয় ! 'ধর্ষণে বাধা দেওয়ায়' ২ বছরের শিশু-সহ গোটা পরিবারকে খুন !
প্রসঙ্গত, এরাজ্যে একের পর এক ঘটনায় যখন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি, তখন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে। যোগী-রাজ্যে গলার নলি কেটে খুন করা হয়েছে ২ বছরের শিশু-সহ একই পরিবারের ৫ জনকে। পরিবারের দুই মহিলার বিবস্ত্র-রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর। ধর্ষণে বাধা দেওয়াতেই গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ।
শনিবার সকালে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে আসেন, জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশকে ঘিরে ক্ষোভ-প্রকাশ করেন নিহতদের আত্মীয় পরিজনরা।
এই ঘটনার নিন্দা করে ইতিমধ্যে তৃণমূলের তরফে ট্যুইট করা হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাল প্রয়াগরাজ যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এনিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, প্রথমত, উত্তরপ্রদেশের লখিমপুরে আমরা গিয়ছিলাম। ভোর পাঁচটায় ঢুকেছিলাম। তাই প্রয়াগরাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে যে যাচ্ছি, তাতে ঢুকব নিশ্চয়ই। উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা সমস্যা নিয়ে যা যা হচ্ছে, সেটা সাধারণ মানুষের জানা দরকার। তাই আমাদের দলের তরফে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হচ্ছে। আমরা চেষ্টা করব, ওখানকার মানুষের সঙ্গে কথা বলার। সেখান থেকে যতটা তথ্য নিয়ে আসতে পারবে, তা সাধারণ মানুষকে এবং অবশ্যই আমাদের দলকে সবার আগে জানাব।