PM Modi In Prayagraj: লক্ষ্য মহিলাদের ক্ষমতায়ন।  স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group)-গুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ১ হাজার কোটি টাকা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরফলে স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রায় ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) জানিয়েছে, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা- ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের আওতায় এই অর্থ হস্তান্তর করা হল। এরমধ্যে ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠী কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড থেকে প্রতি স্বনির্ভর গোষ্ঠীতে ১.১০ লক্ষ টাকা এবং প্রতি স্বনির্ভর গোষ্ঠী পিছু ১৫ হাজার টাকা করে রিভলভিং ফান্ড পেল ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী। 


উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনায় ১ লক্ষ উপভোক্তারর জন্যও অর্থ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে শিশুকন্যাদের আর্থিক সাহায্য করা হয়। 


প্রধানমন্ত্রী  ২০২ টি সাপ্লিমেন্টারি নিউট্রিশন ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এই ইউনিটগুলিতে তহবিল যোগাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলি এবং প্রতি ইউনিট পিছু প্রায় ১ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে। এই ইউনিটগুলি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলাপমেন্ট স্কিম (আইসিডিএস)-এর আওতায় উত্তরপ্রদেশের ৬০০ ব্লকে সহায়ক পুষ্টি সরবরাহ হবে এই ইউনিটগুলি থেকে।


এদিন উত্তরপ্রদেশ সফরে আসেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অর্থ হস্তান্তরের পর প্রধানমন্ত্রী এক জনসভাতেও ভাষণ দেন।  তিনি বলেন, মহিলাদের সশক্তিকরণের জন্য উত্তরপ্রদেশে যে কাজ হয়েছে, তা পুরো দেশ দেখছে।  জনসভা থেকে বিরোধীদেরও নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাঁচ বছর আগে উত্তরপ্রদেশের রাস্তায় ছিল মাফিয়ারাজ। এই গুণ্ডাদের মদত দিত ক্ষমতাসীনরা। এরফলে সবচেয়ে বেশি ভূক্তভোগী হতে হয়েছে মহিলাদেরই। তাঁদের পক্ষে রাস্তায় বেরোনোই ছিল মুশকিলের ব্যাপার। স্কুল-কলেজ যাওয়া ছিল সমস্যার বিষয়। এখন উত্তরপ্রদেশে নিরাপত্তাও রয়েছে, অধিকারও। আজ উত্তরপ্রদেশে সম্ভাবনার দরজা খুলে গিয়েছে। ব্যবসাও রয়েছে। এরপর আর এই নয়া উত্তরপ্রদেশকে ফের অন্ধকারে কেউ ঠেলে দিতে পারবে না, যতদিন মা-বোনের আশীর্বাদ রয়েছে।