নয়া দিল্লি : ওমিক্রনে আক্রান্ত হয়ে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নতুন করে ভর্তি হন ৩৪ জন। তার মধ্যে অবশ্য ইতিমধ্যেই ১৭ জনকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। বাকিরা হাসপাতালেই চিকিৎসাধীন। মঙ্গলবার একথা জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।


এক বিবৃতিতে তিনি আরও জানান, এলএনজিপি হাসপাতালে যেসব ওমিক্রন আক্রান্ত এসেছেন, তাঁদের মধ্যে তিন জনের কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। এই পরিস্থিতিতে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, এরপর থেকে যাঁরা করোনায় আক্রান্ত হবেন, তাঁদের জিনোম সেক্যুয়েন্সিং করা হবে।


 





এদিকে এই আবহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ অরবিন্দ কেজরিবাল সোমবার একটি সাংবাদিক বৈঠকে বলেন, বুস্টার ভ্যাকসিনের ডোজ দেওয়ার অনুমতি দিক কেন্দ্র। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, রাজধানীতে যেহেতু হঠাৎ করে ওমিক্রন বাড়ছে তাই কেন্দ্রের উচিত মানুষকে বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দেওয়া।


এদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) এর কর্ণধার ডঃ রণদীপ গুলেরিয়ার রবিবার বলেছেন, যুক্তরাজ্যে ক্রমবর্ধমান COVID-19। এই পরিস্থিতিতে, ভারতকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। 


আরও পড়ুন ; যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, ওমিক্রন নিয়ে সতর্ক করল এইমস


তিনি যোগ করেন, "আমাদের প্রস্তুত থাকা উচিত এবং আশা করি পরিস্থিতি UK-র মতো খারাপ হবে না।  আমাদের ওমিক্রন নিয়ে আরও তথ্যের প্রয়োজন। যখনই বিশ্বের অন্যান্য জায়গায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়, তখন আমাদের এটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ঘটনা। এএনআই সূত্রে খবর,  গুলেরিয়া বলেন, সমস্যায় হঠাৎ করে পড়ার থকে প্রস্তুত থাকা ভাল।