Cardless Cash Withdrawl: দেশে ডিজিটাল অর্থনীতিতে (Digital Economy) আরও এক বড় পদক্ষেপ। এবার থেকে দেশের সব এটিএম (ATM) থেকে ডেবিট কার্ড (Debit Card) ছাড়াই তোলা যাবে টাকা। শুক্রবার বছরের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি (RBI Monetary Policy) নিয়ে এমনই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।


RBI Monetary Policy: কী পদক্ষেপ নিতে চলেছে RBI ?
৬ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষের মুদ্রানীতি নিয়ে বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। তিন দিনের এই বৈঠকে দেশের আর্থিক অবস্থার ওপর চলে সার্বিক মূল্যায়ন। এদিন সেই মূল্যয়নের ওপর নির্ভর করে দেশের মুদ্রানীতির ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশীকান্ত দাস। সেখানেই ভারতের সব এটিএমে ডেবিট কার্ড ছাড়াই টাকা তোলার কথা বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জানান, Unified Payments Interface বা UPI-এর মাধ্যমেই এই ব্যবস্থাকে বাস্তব রূপ দিতে চলেছে RBI। বর্তমানে কেবল কিছু নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুযোগ দেয়।


Cardless Cash Withdrawl: কোথা থেকে এই ভাবনা ?
'কার্ডলেস ক্যাস উইথড্রল'- এই নাম থেকেই গ্রাহকরা এর সুবিধা সম্পর্কে আন্দাজ করতে পারবেন। এই পদ্ধতিতে এটিএমে ডেবিট বা এটিএম কার্ড ছাড়াই তোলা যাবে টাকা। মূলত, কোভিডকালে বেশি কাজে লাগে এই সুবিধা। যখন এটিএম না ছুঁয়েই করা গেছে নগদের লেনদেন। সেই থেকেই কার্ডলেস ক্যাশের বিষয়ে আরও উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার সেই প্রস্তাবেই সিলেমোহর দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।


Cardless Cash Withdrawl: কী সুবিধা এই পদ্ধতিতে ?
এটিএমে কার্ড ব্যবহার করার প্রযোজন না পড়লে সুবিধাই হবে গ্রাহকের। এতে ডেবিট কার্ড নিয়ে যাওয়ার বা হারানোর কোনও ঝুঁকি থাকবে না। পাশাপাশি প্রতারকদের থেকেও নিরাপদে থাকতে পারবেন গ্রাহকরা। অনেক ক্ষেত্রেই এটিএম কার্ড ক্লোন করে গ্রাহকের অর্থ হাতাচ্ছে জালিয়াতিচক্র। এমনকী এটিএমের ভিতরে স্কিমিং মেশিন বসিয়ে নিয়ে নেওয়া হচ্ছে গ্রাহকের ডেবিট কার্ডের বিবরণ। কার্ডলেস পদ্ধতিতে ডেবিট কার্ডের প্রয়োজন না হলে আর এই প্রতারণার সম্মুখীন হতে হবে না গ্রাহকদের।


Cardless Cash Withdrawl: এটিএমে কার্ড ছাড়া কীভাবে তুলবেন টাকা ?


কার্ড ছাড়া টাকা লেনদেনের ক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ভারতের যেকোনও ব্যক্তির কাছে অর্থ পাঠাতে পারবেন। সেই ক্ষেত্রে ওই ব্যক্তির একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।


গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার না করেই যেকোনও ব্যাঙ্কের এটিএম থেকে নগদ তুলতে পারবেন।


এই পরিষেবাটি ব্যবহার করে নগদ স্থানান্তর করতে আপনার যা প্রয়োজন, তা হল প্রাপকের মোবাইল নম্বর৷


নগদে লেনদেনের পরিমাণ পেতে প্রাপককে অবশ্যই তার সেলফোন নম্বর, 4-সংখ্যা ও 6-সংখ্যার যাচাইকরণ কোড ও এটিএম-এ মোট পরিমাণ ইনপুট করতে হবে।


কার্ডলেস এই নগদ লেনদেনের সীমা ন্যূনতম 100 টাকাও হতে পারে। তবে এই পদ্ধতিতে দিনে 10,000 টাকার বেশি লেনদেন করা যাবে না। মাসের সর্বোচ্চ 25,000 টাকা পাঠাতে পারবেন গ্রাহক। তবে ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী এই লেনদেনের পরিমাণ পরিবর্তিত হতে থাকবে।


আরও পড়ুন : SBI Customers Alert: স্টেট ব্যাঙ্কের অ্যাপের নামে প্রতারণাচক্র, এই বার্তার উত্তর দেননি তো ?