নয়াদিল্লি: একা হাতে ৪০ কিলোমিটার রাস্তা গড়ে জুড়েছিলেন লাদাখের (Ladakh) প্রত্যন্ত গ্রামকে। লাদাখের রামজাক (Ramjak) থেকে কার্গিয়াক গ্রাম (Kargyak village ) পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ এনপিডি রোড (NPD Road) তৈরি করেছিলেন। আর সেই কাজের পুরস্কার হিসেবে পদ্মশ্রী সম্মান (Padma Shri ) পেলেন লাদাখের ছুলটিম ছঞ্জর (Chhultim Chhonjor)। সামাজিক কাজে অবদানের জন্য এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind ) তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন।


সংবাদ সংস্থা এএনআই একটি ট্যুইটে লিখেছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সামাজিক কাজে অবদানের জন্য লাদাখের ছুলতিম ছঞ্জরকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছেন।তিনি একা হাতে ৪০ কিলোমিটার রাস্তা গড়ে জুড়েছেন লাদাখের রামজাক থেকে কার্গিয়াক গ্রাম। স্থানীয়দের কাছে মেমে ছঞ্জর নামে পরিচিত তিনি। বয়স প্রায় ৮০-র কাছাকাছি। বরাবরই পরোপকারী তিনি। ছুলটিমে এই সম্মানপ্রাপ্তিতে খুশির হাওয়া লাদাখের গ্রামে।






 


পাহাড়ি রাস্তা, দুর্গম পথ। বছরের পর বছর ধরে অবহেলিত হয়েছিল সংশ্লিষ্ট এলাকা।  স্থানীয়দের অভিযোগ সুযোগ-সুবিধা ও পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন তাঁরা। ছিল না কোনও চিকিৎসা পরিকাঠামো। দুর্গম পার্বত্য এলাকাকে অন্য এলাকার সঙ্গে সংযুক্ত করা যে প্রয়োজন, তা প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। একরকম ত্রাতার ভূমিকা নেন ছুলটিম। গ্রামবাসীদের জীবনে পরিবর্তন আনতে ঝাপিয়ে পড়েন তিনি। জানা যায়, এই রাস্তা তৈরি করতে সঞ্চয় সব টাকা প্রায় ব্যয় করেন তিনি। কিনে ফেলেন একটি জেসিবি। রাস্তা তৈরির জন্য ৫টি গাধাকেও কাজে লাগান। বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরির মতোই ৪০ কিলোমিটার রাস্তা একা হাতে তৈরি করেন মেমে ছঞ্জর।


ভারত সরকার কর্তৃক পুরস্কৃত, 'পদ্মশ্রী' দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার। এই পুরস্কার শিল্প, ক্রীড়া, সাহিত্য, বিজ্ঞান সহ তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারতের নাগরিকদের দেওয়া হয়। এ বছরও কঙ্গনা রানাওয়াত, আদনান সামি সহ অনেক তারকাকে এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।


আরও পড়ুন: Padma Shri Award: পদ্মশ্রী পেলেন কমলালেবু বিক্রেতা, কোন কাজের জন্য পেলেন এই পুরস্কার?