UP Teen Shot Mother Over Mobile Game : মোবাইল ফোনে PUBG গেম খেলায় আপত্তি করায়, ঘুমন্ত মাকে গুলি করে মারার অভিযোগে গ্রেফতার ১৬ বছরের কিশোর। ২ দিন ধরে মায়ের দেহ বাড়িতেই রেখে দিয়েছিল সে। ১০ বছরের বোনকে ভয় দেখিয়ে চুপ থাকতেও বাধ্য করেছিল। জিজ্ঞাসাবাদে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। কিশোরের বাবা সেনাবাহিনীতে কর্মরত। কর্মসূত্রে তিনি পশ্চিম বর্ধমানে থাকেন বলে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, প্রথমে মাকে খুনের দায় ইলেকট্রিশিয়ানের ঘাড়ে চাপায় কিশোর। তার পরে বোনকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে পারে পুলিশ।
পুলিশ সংবাদ সংস্থা আইএএনএসকে জানায়, “মা ছেলেকে PUBG খেলা থেকে আটকানোর চেষ্টা করেছিল এবং খেলার জন্য টাকা দিতে অস্বীকার করেন। তাতেই ক্ষুব্ধ হয়ে ছেলেটি বাবার বন্দুক বের করে তার মাথায় গুলি করে, ” উদ্ধৃত করে বলেছে। জানা গিয়েছে, এরই মধ্যে অভিযুক্ত তার বন্ধুদের পার্টি করতে ডেকেছিল এবং তাদের সে জানায়, তার মা এক আত্মীয়ের সাথে দেখা করতে গিয়েছে। যাই হোক, মঙ্গলবার যখন দুর্গন্ধ নিয়ন্ত্রণ করা যায়নি, তখন প্রতিবেশীদের একজন ছেলেটির বাবাকে জানায়। তিনি একজন সেনা কর্মকর্তা, যিনি পশ্চিমবঙ্গে চাকরি সূত্রে রয়েছেন। এসিপি, ক্যান্টনমেন্ট, অর্চনা সিং বুধবার বলেন, মৃতার স্বামীর এক বন্ধু পুলিশকে জানিয়েছিল যে তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সিং আরও বলেন, তারপর তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পচা লাশটি বের করেন।