ফতেগড় সাহিব (পাঞ্জাব) : অমরিন্দর সিংকে (Amarinder Singh) নিয়ে কম জলঘোলা হয়নি পাঞ্জাবের (Punjab) রাজনীতিতে। এবার সেই পর্বের কথা ভোটের প্রচারে তুলে ধরলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। "গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ দিতে রাজি হননি তাই পদ থেকে সরতে বলা হয়েছিল পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে", এমনই দাবি করলেন রাহুল। 


পাঞ্জাবের ফতেগড় সাহিবে জনসভা করেন রাহুল। সেখানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে কেন ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সরিয়ে দেওয়া হল তা আমি আপনাদের বলব। কারণ, উনি গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ দিতে রাজি হচ্ছিলেন না। উনি বলেছিলেন, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে তাঁর একটা চুক্তি আছে।


সে রাজ্যে ড্রাগ নিয়ে আশঙ্কার কথা তুলে ধরে কংগ্রেস নেতা বলেন, আমি ক্রমাগত বলে গেছি, মাদক দেশের কাছে একটা বিপদ-স্বরূপ। আমি আবার বলছি, পাঞ্জাব সেরকম রাজ্য নয় যেখানে এক্সপেরিমেন্ট চালানো যাবে। এখানে যদি মাদক যুবকদের জীবন শেষ করে দিতে থাকে, তাহলে উন্নয়ন ও বৃদ্ধি অর্থহীন হয়ে পড়বে। 


প্রসঙ্গত, বিজেপি ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দেওয়া সিধুকে নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন অমরিন্দর। অমরিন্দের প্রতি অসন্তোষ নিয়ে রাখঢাক করেননি সিধুও। তা নিয়ে টানাপড়েনের মধ্যে পাঞ্জাবের কংগ্রেস বিধায়কদের সিংহভাগই অমরিন্দরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমন টানাপড়েনের মধ্যে কংগ্রেস হাইকম্যান্ডের তরফে অমরিন্দরকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বলা হয়।


এই ‘অপমান’ সহ্য করতে না পেরে, কংগ্রেস থেকেও বেরিয়ে যান অমরিন্দর, নিজের আলাদা দল গঠন করেন। আর তখনই বিজেপি-র সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেন তিনি।


এই বিধানসভা নির্বাচনে (Punjab Polls 2022) পাঞ্জাবে ৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি (BJP)। পাঞ্জাব লোক কংগ্রেস ৩৭টি আসনে। জোটের তৃতীয় শরিক শিরমণি অকালি দল (সংযুক্ত) ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে এক দফায় বিধানসভা নির্বাচন রয়েছে। গণনা রয়েছে ১০ মার্চ।