চণ্ডীগড়: প্রথম বার ক্ষমতায় এসেই রাজনীতিকদের আমদানিতে হাত বসালেন পঞ্জাবের (Punjab Politics) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। জানিয়ে দিলেন, এক জন যত বারই বিধায়ক নির্বাচিত হোন না কেন, একটি মেয়াদের নিরিখেই পেনশন পাবেন তিনি। একাধিক মেয়াদের নিরিখে বাড়তি টাকা যোগ হবে না পেনশনে।
বিধায়কদের পেনশনবাবদ যত বরাদ্দ
এক বার বিধায়ক (MLA Pension Rules Changed) হলে সাধারণত প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে পেনশন পান বিধায়করা। পরবর্তী একাধিক মেয়াদ পিছু আরও ৬৬ শতাংশ করে টাকা যোগ হয় পেনশনে। বর্তমানে পঞ্জাবে পেনশনভোগী এমন প্রাক্তন বিধায়কের সংখ্যা ২৫০। সেই নিয়মেই এ বার রদবদল ঘটানোর সিদ্ধান্ত নিলেন ভগবন্ত।
শুক্রবার একটি ভিডিও বার্তায় নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ভগবন্ত। তিনি বলেন, ‘‘পাঁচবার হোক বা দশবার, যতবারই নির্বাচিত হন না কেন, পঞ্জাবের প্রাক্তন বিধায়করা একটি মেয়াদের নিরিখেই পেনশন পাবেন।’’ ভগবন্ত আরও জানান, পাঞ্জাবে এমন অনেক সাংসদ রয়েছেন, যাঁরা এককালে বিধায়ক ছিলেন। আজও বিধায়ক থাকার জন্য আলাদা করে পেনশন পান তাঁরা। তাই রদবদল ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। বিধায়কদের পেনশনবাবদ বরাদ্দ বাড়তি টাকা জনকল্যাণমূলক খাতে খরচ হবে বলে জানান তিনি।
সাধারণ মানুষের উদ্দেশে ভগবন্ত বলেন, ‘‘আপনাদের কাছে ভোট চাইতে যান রাজনীতিকরা। বিধায়করাও তার ব্যাতিক্রম নন। হাতজোড় করে সেবা করার সুযোগ চান। কিন্তু জানলে অবাক হবেন যে, পাঁচবার বিধায়ক থেকেও যদি পরবর্তী কালে হেরে যান কেউ, বা টিকিট না পান, মাসে কয়েক লক্ষ টাকার আমদানি চলতেই থাকে তাঁদের।’’
আরও পড়ুন: Anil Ambani Update: ঘুরপথে টাকা সরাচ্ছিলেন অনিল! সেবি-র চোখরাঙানিতে পদত্যাগ করলেন
লক্ষ লক্ষ টাকা আয় রাজীনতিকদের
ভগবন্ত জানান, এককালে বিধায়ক থাকার সুবাদে কেউ কেউ মাসে সাড়ে ৩ লক্ষ, সাড়ে ৪ লক্ষ, সওয়া ৫ লক্ষ টাকাও পেনশন পান। এতে কোষাগারের উপর চাপ বাড়ে। তাই কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়কের অবর্তমানে তাঁর পরিবার যে পেনশন পায়, তার উপরও এই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি। নয়া নিয়ম চালু করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে।
শিরোমণি অকালি দলের কুলপতি প্রকাশ সিংহ বাদল ১১ বার বিধায়ক হয়েছেন। প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশন নেবেন না বলে সম্প্রতি ঘোষণা করেন তিনি। নবতিপর প্রকাশ তাঁর ভাগের পেনশন সামাজিক কাজে খরচ করতে অনুরোধ জানান পঞ্জাব সরকারকে। তার পরই এমন সিদ্ধান্ত পঞ্জাব সরকারের।
ভগবন্ত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পরগত সিংহের মতে, এতে পঞ্জাব সরকারের বোঝা কিছুটা হলেও কমবে। বিরোধী হিসেবে সরকারের গঠনমূলক এবং দায়িত্বজ্ঞানসম্পন্ন এই সিদ্ধান্তকে সমর্থন করছেন তাঁরা। শিরোমণি অকালি দলের প্রাক্তন মন্ত্রী দলজিৎ সিংহ চিমাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। কেউ কেউ যদিও পেনশন বৃদ্ধির হারেই শুধুমাত্র কাটছাঁটের পক্ষে।