চণ্ডীগড়: মসনদে একমাস পূর্তিতে কল্পতরু পঞ্জাবের (Punjab CM) মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান (Bhagwant Singh Mann)। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে বিনামূল্যে প্রতি মাসে ঘরে ঘরে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা প্রদানের ঘোষণা করলেন তিনি। আগামী ১ জুলাই থেকে মিলবে এই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। শুধু সাংসারিক কার্যের জন্যই নয়, কৃষিকার্য়েও নিখরচায় বিদ্যুৎ পরিষেবা (Free Electricity) বহাল রাখার কথা জানিয়েছেন তিনি।


নির্বাচনী প্রতিশ্রুতি মেনে ঘোষণা


আম আদমি পার্টির (Aam Aadmi Party/AAP) হয়ে এ বছর পঞ্জাব বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন ভগবন্ত। সাধারণ মানুষের ভোটাভুটিতে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেছে নেন অরবিন্দ কেজরিওয়াল। বিপুল সমর্থনে জয়ী হওয়ার পর সেই মতো গত ১৬ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভগবন্ত। তার এক মাস পূর্তিতে শনিবার একগুচ্ছ জনকল্যাণমূলক সিদ্ধান্তের কথা জানান তিনি।


ভগবন্ত জানিয়েছেন, ১ জুলাই থেকে ঘরে ঘরে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেবে তাঁর সরকার। তফসিলি জাতি, অনগ্রসর শ্রেণি, দরিদ্রসীমার নীচে থাকা এবং স্বাধীনতা সংগ্রামী পরিবারগুলি বর্তমানে মাসে ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে পান। তাঁরাও এ বার থেকে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ পাবেন বিনামূল্যে। দু’মাসে যদি ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করেন, সে ক্ষেত্রে ওই ৬০০ ইউনিটের টাকাই মেটাতে হবে তাঁদের।



আরও পড়ুন: Prashant Kishor Update: জল্পনা বাড়িয়ে সনিয়া-রাহুলের সঙ্গে সাক্ষাৎ পিকে-র


এর পাশাপাশি শিল্প, বাণিজ্যক্ষেত্রে ব্যবহার্য বিদ্যুতের উপর শুল্কের হারও বাড়ানো হবে না বলে জানিয়েছেন ভগবন্ত। কৃষকরা আগের মতোই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আপ। সেই মতোই ভগবন্তের এই ঘোষণা।  


বিরোধীদের কটাক্ষের মুখে ভগবন্ত


যদিও এ নিয়ে ভগবন্তকে কটাক্ষ করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তাঁর অভিযোগ, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার ঘোষণা করছেন ভগবন্ত। কিন্তু তার সঙ্গে যুক্ত রয়েছে অনেক শর্তাবলী। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে পঞ্জাব সরকারের বিদ্যুৎ পরিষেবা বিভাগকে ভগবন্ত সরকার পঙ্গু করে দিচ্ছে বলেও অভিযোগ করেন ক্যাপ্টেন।


এর আগে পঞ্জাবের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন ভগবন্ত। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ২৫ হাজার কর্মী নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।