নয়াদিল্লি: দলের অবস্থান শুধু নয়, প্রকাশ্যে রাহুল গাঁধীর (Rahul Gandhi) সমালোচনাও করতে ছাড়েননি তিনি। সেই কংগ্রেসের (Congress) সঙ্গেই এ বার জরুরি বৈঠকে বসলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বৈঠকে উপস্থিত রয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi), দলের সাংসদ রাহুল গাঁধী এবং কেসি বেণুগোপালের মতো প্রথম সারির নেতারা। গুজরাত বিধানসভা নির্বাচন এবং সর্বোপরি ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর এই বৈঠক যথেষ্ট অর্থবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে প্রশান্তর কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনাও নতুন করে জোর পাচ্ছে।


আগেও একাধিক বার কথা বাবুল-কংগ্রেসের


এর আগেও একাধিক বার কংগ্রেসের সঙ্গে প্রশান্তর গাঁটছড়া বাঁধা নিয়ে একাধিক বার কথাবার্তা হতে দেখা গিয়েছে। পঞ্জাবে তৎকালীন ক্যাপেট্ন অমরিন্দর সিংহ সরকারের উপদেষ্টা হিসেবেই নিযুক্ত হয়েছিলেন প্রশান্ত। কিন্তু কংগ্রেসের সঙ্গে প্রশান্তর সম্পর্কে সিলমোহর পড়তে পড়তেও অধরা থেকে গিয়েছে। বরং কংগ্রেস নেতৃত্বের রাজনৈতিক কৌশল, দূরদর্শিতা নিয়ে প্রকাশ্যেই মন্তব্য করতে শোনা গিয়েছে প্রশান্তকে। রাহুলের চেয়ে প্রিয়ঙ্কাকেও এগিয়ে রাখতে দেখা গিয়েছে তাঁকে। তার জেরে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশ বেড়েছে।


কিন্তু শনিবার কংগ্রেসের বৈঠকে প্রশান্ত শামিল হওয়াতে নতুন করে দু’পক্ষের সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিল্লি সূত্রে খবর, একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচন, কংগ্রেসকে চাঙ্গা করতে সম্প্রতি ফের দু’তরফের মধ্যে কথাবার্তা শুরু হয়। তবে গুজরাত বিধানসভা নির্বাচন নয়, ২০২৪-এর নীল নকশা তৈরিতেই এই বৈঠক বলে দাবি প্রশান্ত ঘনিষ্ঠদের।


আরও পড়ুন: Ballygunge Assembly By Election: কলকাতায় প্রথম জয়, তৃণমূলের হয়ে বালিগঞ্জে বিজয়ী বাবুল, কড়া টক্কর দিয়েও দ্বিতীয় সায়রা


তবে এই বৈঠক আদৌ ফলপ্রসূ হবে কিনা, তা নিয়েও সন্দিহান অনেকে। কংগ্রেস সূত্রে খবর, দলের কাউকে না চটিয়েই সাংগঠনিক রদবদল ঘটাতে কংগ্রেস নেতৃত্ব। কিন্তু গা বাঁচিয়ে কিছু করার পক্ষপাতী নন প্রশান্ত। বরং নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্তে স্বাধীন ভাবে কাজ করতে আগ্রহী তিনি। তার জেরেই দফায় দফায় বৈটক হলেও, কোনও রফাসূত্র বার করা যায়নি বলে মনে করছেন কংগ্রেসের একাংশ।


কংগ্রেসে যোগ দেওয়া ঘিরে জল্পনা


ভোটের কৌশল রচনায় নিজেকে আটকে না রেখে, বড় কিছু করতে চান বলে আগেই জানিয়েছেন প্রশান্ত। তাই তিনি শুধু কংগ্রেসের হয়ে কৌশল রচনা করবেন, নাকি দলের সদস্যদা গ্রহণ করে সক্রিয় ভাবে ভোটের ময়দানে নমামবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে মতানৈক্য সরিয়ে দু’পক্ষ একমত না হওয়া পর্যন্ত কোনও কিছু নিয়েই এগনো সম্ভব নয় বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।