কটক: পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) তাণ্ডব চালিয়ে শতাব্দী প্রাচীন মাটির উনুন ভাঙল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মন্দিরের রন্ধনশালায় ছিল এই মাটির উনুন (Earthen Oven)। ৪০টি মাটির উনুন ভেঙে ফেলেছে দুষ্কৃতী। দ্বাদশ শতাব্দীতে তৈরি এই উনুনগুলি। পুরীর মন্দিরের রান্নাঘরের দক্ষিণ পূর্বে দিকে ছিল এই মাটির উনুন। প্রতিদিন প্রায় ২৪০টি উনুনে রান্না হয়ে থাকে।
পুরীর জগন্নাথ মন্দিরে তাণ্ডব: শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে বিশ্ববিখ্যাত এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাস্থল পরিদর্শন করেন পুরীর জেলাশাসক। ভাঙচুরের পিছনে কী কারণ রয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের তরফে অজয় কুমার জানা জানিয়েছেন, দুদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও সূত্রের খবর, মন্দিরের অন্দরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটেছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই মেরামত ওই উনুনগুলি। পুজোর জন্য মহাপ্রসাদও রান্না করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও চাপা উত্তেজনা রয়েছে ঘটনা ঘিরে।
মহাপ্রসাদ রান্না: প্রতিদিন অনন্ত দশ হাজার পুণ্যার্থীর জন্য মহাপ্রসাদ ভোগ রান্না হয় ওই রান্নাঘরে। এক লক্ষের বেশি ভোগ রান্না করা যায় অনায়াসেই। মাটির উনুনে, মাটির পাত্রেই রান্না হয় ওই ভোগ। মন্দির পরিচালনা কমিটির প্রাক্তন এর সদস্য বলেন, ঘি ভাত, জিরা ভাত, মিষ্টি ভাত, বিভিন্ন রকমের ডাল সহ পিঠে মিলিয়ে ১১০ ধরনের খাবার তৈরি হয়। তবে দেবতাদের জন্য নিবেদন করা হয় ৫৬ ভোগ। উৎসবের মরসুমে এই ভোগের চাহিদা থাকে তুঙ্গে। এই রান্নার কাজের জন্য ৬০০ জন কাজ করেন। সবজি কাটা এবং চাল ধোওয়ার কাজ হয় রান্নাঘরের বাইরে।
আরও পড়ুন: SSC Case Update: এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির সদস্যদের সিবিআই অফিসে যেতে নির্দেশ আদালতের