Pushpa 2 The Rule: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২০২৪-এ বড়পর্দায় আসছে 'পুষ্পা ২', ঘোষণা হল মুক্তির তারিখ

'Pushpa 2' Release Date: 'পুষ্পা' যখন ২০২১ সালে মুক্তি পায়, তখনও সাধারণ মানুষ করোনা আতঙ্কে ঘরে থাকতেন। প্রেক্ষাগৃহে যাওয়ার অভ্যাস এক প্রকার চলেই গিয়েছিল সকলের। সেই সময়ে ব্লকবাস্টার হয় এই ছবি।

Continues below advertisement

নয়াদিল্লি: বহু প্রতীক্ষার অবশেষে অবসান। ঘোষণা হয়ে গেল অল্লু অর্জুনের (Allu Arjun) প্যান ইন্ডিয়া ছবি 'পুষ্পা ২'-এর মুক্তির তারিখ (Pushpa 2 Release Date Announced)। তবে আরও কিছুদিন ধৈর্য্য ধরতে হবে পুষ্পা অনুরাগীদের। আগামী বছর প্রেক্ষাগৃহে আসছেন অল্লু অর্জুন তাঁর 'পুষ্পারাজ' অবতারে। 

Continues below advertisement

কবে মুক্তি পাচ্ছে 'পুষ্পা: দ্য রুল'? 

২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার (National Award) পান অল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছয় এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই ছবির কাজ পিছিয়ে যায় বারবার। 

অবশেষে, আজ ঘোষণা করা হয়েছে আগামী বছর ১৫ অগাস্ট, ২০২৪ সালে, মুক্তি পাবে 'পুষ্পা ২'। প্রযোজনা সংস্থা 'মৈত্রী মুভি মেকার্স'র (Mythri Movie Makers) তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় 'পুষ্পা ২' ছবির মুক্তির তারিখ। 

সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তাঁর পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি, এছাড়া রশ্মিকা মান্দান্নাও (Rashmika Mandanna) ফিরবেন তাঁর মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে। 

 

পুষ্পার গল্প মূলত ১৯৯০-এর প্রেক্ষাপটে তৈরি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসার মাফিয়ার গল্প মূলত এই ছবি। পুষ্পার চরিত্রে দেখা গেছে অল্লু অর্জুনকে। এই ছবিতে মুখ্য খল চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। 

আরও পড়ুন: Kolkata Police on Jawan: কলকাতা পুলিশের পোস্টেও 'জওয়ান' স্পর্শ, অভিনব উপায়ে সচেতনতার বার্তা

এই ছবি যখন ২০২১ সালে মুক্তি পায়, তখনও সাধারণ মানুষ করোনা আতঙ্কে ঘরে থাকতে বেশি পছন্দ করতেন। প্রেক্ষাগৃহে যাওয়ার অভ্যাস এক প্রকার চলেই গিয়েছিল সকলের। সেই সময় দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে যেতে সক্ষম হয় 'পুষ্পা: দ্য রাইজ'। সেই আবহেও এই ছবির মুক্তি ঝড় তোলে বক্স অফিসে। কেবল দক্ষিণেই নয়, গোটা দেশে ব্লকবাস্টার হিট হয় 'পুষ্পা', রীতিমতো ভাইরাল হয়ে যায় ছবির গানগুলি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola