Rahul Bajaj Passes Away: দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।  বিগত কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মারণ রোগ ক্যানসার আক্রান্ত হয়েছিলেন তিনি, এমনই খবর। তাঁর মৃত্যুতে দেশের শিল্পমহলে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট শিল্প মহলের বিশিষ্টরা তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।


বাজাজ গ্রুপের দায়িত্বভার ১৯৬৫-তে রাহুল বাজাজের ওপর ন্যস্ত হয়েছিল। তাঁর নেতৃত্বে এই গ্রুপ শুধু দেশই নয়, উপমহাদেশে বৃহত্তম হয়ে উঠেছিল।  বাজাজ অটো-র দুই চাকার গাড়ির সর্বব্যাপী জনপ্রিয়তা ও বিখ্যাত বিজ্ঞাপন ‘হমারা বাজাজ-বুলন্দ ভারত কি বুলন্দ তসবির’-এর জন্য কৃতিত্ব তাঁকেই দেওয়া হয়।


রাহুল বাজাজের প্রয়াণে বাণিজ্য সংগঠন সিআইআই-এর ডিজি চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে বলেছেন, সিআইআই-এ আমাদের সকলের কাছেই তিনি ছিলেন পিতৃপ্রতিম ব্যক্তিত্ব। তিনি শুধু আমাদের সমস্ত ব্যাপারে পথ প্রদর্শনই করেননি, সেইসঙ্গে বিভিন্ন ইস্যুতে আমাদের সুরক্ষিত করেছেন। তাঁর নেতৃত্বই আমাদের কাছে সব কিছু ছিল। যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বদাই তাঁর অমূল্য পরামর্শ পাওয়া যেত। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তিনি আমাদের সর্বদা সাহায্য করেছেন। তাঁর কাছে দেশই ছিল সর্বাগ্রে-এই নীতি আমরা আমাদের সমস্ত নীতিসংক্রান্ত ব্যাপারে প্রয়োগ করেছি। ১৯৭৯-৮০ এবং ১৯৯৯-২০০ এ তিনিই একমাত্র ব্যক্তি হিসেবে দুবার সিআইআই-এর প্রেসিডেন্ট ছিলেন। তাঁর মেন্টরশিপের অভাব আমরা শিল্পমহল ও সিআইআই-তে অনুভব করব। 


শিল্প সংস্থা সিআইআই গড়ে তোলার ক্ষেত্রে রাহুল বাজাজের ভূমিকা ছিল। তিনি দু দফায় এই সংস্থার প্রেসিডেন্ট ছিলেন। সিআইআই সভাপতি টিভি নরেন্দ্রন শোক প্রকাশ করে বলেছেন, রাহুল বাজাজ ছিলেন ভারতীয় শিল্পের অন্যতম শীর্ষ নেতা। তাঁর মৃত্যুতে বাণিজ্যমহলে একটা গভীর শূন্যতা তৈরি হল। ভারত শিল্পমহলে এক শীর্ষ স্থানীয় ব্যক্তিত্বকে হারাল। তাঁর চিন্তাভাবনা ও দর্শন বিশেষ করে বিগত চার দশক ধরে ভারতীয় বাণিজ্য ক্ষেত্রের রূপরেখা তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল। তিনি ছিলেন অদম্য নেতা। বিশ্ব ও ভারতের অর্থনীতিতে সুগভীর বদলের সময় শিল্পমহলের সুদৃঢ় মেন্টর ছিলেন তিনি। 


অন্য বাণিজ্য সংগঠন অ্যাসোচেম গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল দীপক সুদ  বলেছেন, তিনি দেশ ও দেশের বাইরে ভারতের শিল্পমহলের নেতৃস্থানীয় ছিলেন। তিনি ছিলেন মহান ও অনুপ্রেরণাদায়ক নেতা।