CISF Recruitment : সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এ প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
CISF Recruitment : Central Industrial Security Force (CISF)-এ সব মিলিয়ে ১১৪৯টি পদে হবে নিয়োগ(কনস্টেবল/ফায়ার(পুরুষ)।
CONSTABLE (FIRE)
Total Posts: 1149 Posts
CISF Recruitment : শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে সায়েন্স নিয়ে ১২ ক্লাস উত্তীর্ণ হতে হবে।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
CISF Recruitment : বয়স সীমা
এই পদে আবদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST-দের জন্য বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে। একইভাবে OBC ক্যাটিগরির জন্য আবদনের বয়সে ৩ বছর ছাড় দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে সব ছাড় দেওয়া হয়েছে।
CISF Recruitment : প্রার্থী বাছাই
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বাছাই হবে শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), শারীরিক মান পরীক্ষা (PST), OMR/কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)-র মাধ্যমে। এ ছাড়াও লিখিত পরীক্ষা, নথি যাচাইকরণ ও মেডিক্যাল পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। এই বিষয়ে বিশদে জানতে আবেদনকারীদের বিজ্ঞপ্তিটি দেখতে হবে। সেখানেই এই বিষয় বিস্তারিত বিবরণ দিয়ে কর্তৃপক্ষ।
CISF Recruitment : পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর অফিশিয়াল ওয়েবসাইটেও এই ধরনের তথ্য পাওয়া যাবে - https://www.cisf। gov.in আগামী ৪ মার্চের মধ্যে এই পদের জন্য করতে হবে আবেদন। আবেদনকারীদের আবেদনপত্র জমা দেওয়ার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা ও আরও প্রামাণ্য নথি এক জায়গায় রেখে তবে আবেদনপত্রের সঙ্গে জুড়ে দেওয়া উচিত। আগে কোন কোন প্রামাণ্য নথি লাগবে সেটাও দেখে নেওয়া উচিত চাকরিপ্রার্থীর।
Official website of Central Industrial Security Force (CISF) — https://www.cisf.gov.in
ASHA Worker jobs: প্রচুর আশাকর্মী নিয়োগ হবে এই জেলায় ? জানুন কারা আবেদনের যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI