নয়াদিল্লি : পেগাসাস ইস্যুতে আজও সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা।  বিজেপির উপর চাপ বাড়াতে মক পার্লামেন্টের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে, মঙ্গলবার ১৫টি বিরোধী দলের সাংসদদের সঙ্গে প্রাতরাশ-বৈঠকে রাহুল গাঁধী। সেখানে আছেন তৃণমূল সাংসদরাও। সূত্রের খবর, কনস্টিটিউশন ক্লাবে এই প্রাতরাশ বৈঠকে যোগ দিতে এলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের সঙ্গে বৈঠকে এলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। একে একে আরও কয়েকজন এলেন রাহুলের ডাকা বৈঠকে। 



যদিও, এখানে সোনিয়া বা প্রিয়ঙ্কা গাঁধী  নেই বলেই সূত্রের খবর। পেগাসাস, মূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের দামবৃদ্ধি থেকে তিন কৃষি আইন বাতিলের দাবিতে সংসদে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি।


পাশাপাশি পেগাসাস ইস্যুতে কড়া অবস্থান তৃণমূলের। লোকসভা ও রাজ্যসভায় মুলতুবি প্রস্তাবের নোটিস জমা তৃণমূলের। রাজ্যসভায় মুলতুবি প্রস্তাবের নোটিস জমা দিলেন সুখেন্দুশেখর রায়। লোকসভায় মুলতুবি প্রস্তাবের নোটিস জমা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 


কেন্দ্রীয় মন্ত্রী থেকে একাধিক সমাজকর্মীর মোবাইল ফোন, হয় এই স্পাইওয়্যারের মাধ্যমে হ্যাক করা হয়েছে কিংবা নজরদারির সম্ভাব্য তালিকায় ছিল। এই প্রেক্ষাপটে হ্যাকিংয়ের অভিযোগ তুলে এবং আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সেই মামলাগুলিই একত্রে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। ৫ অগাস্ট প্রধান বিচারপতি এন ভি রামান্না ও বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে পেগাসাস-মামলার শুনানি হবে। 

মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে এবার পেগাসাস-কাণ্ডে তদন্তের পক্ষে সওয়াল করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।    বিরোধীদের দাবি মেনে সংসদে আলোচনার দাবি করেছে খোদ বিজেপির শরিক দল।  


ফ্রান্স, এমনকি ইজরায়েলও পেগাসাসকাণ্ডে তদন্ত শুরু করলেও, মোদি সরকার এখনও এ নিয়ে কোনও পদক্ষেপ করেনি। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে আদালতের দ্বারস্থ হতে পারে বিরোধী দলগুলিও। অন্যদিকে বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে সংসদের স্বাভাবিক অধিবেশনকে ব্যাহত করতে চাইছে বিরোধীরা। তাদের দাবি,  লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ব্যহত হওয়ায় এখনও পর্যন্ত দেশের করদাতাদের ১৩৩ কোটি টাকা ক্ষতি হয়েছে।