নিউ দিল্লি: ভারতে এখনও কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে। দেশে এখনও করোনা দাপট অব্যাহত। উত্তর-পূর্ব ভারতে, উত্তরাখণ্ডে, কেরল, মহারাষ্ট্রে যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগের। এই পরিস্থিতি যদি না বদলায় তাহলে আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে, এমনটাই বলা হয়েছে। শুধু তাই নয়, সঠিকভাবে যদি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে দ্বিতীয় ঢেউ যদি পাহাড় সমান হয়, তৃতীয় ঢেউ তবে পর্বত সমান হতে চলেছে, জানালেন ভাইরোলজিস্ট তথা প্রফেসর গগনদীপ কাং।


ভারতের শীর্ষ ভাইরোলজিস্ট নিজেও চিন্তিত কোভিডের এই তৃতীয় ঢেউ নিয়ে। তিনি এও বলেন যে এই তৃতীয় ঢেউ কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না। এই ভাইরাস যে পরবর্তীতে আর রূপ পরিবর্তন (মিউটেশন) করবে না তেমনটাও নয়। সম্প্রতি কেরলে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে  অতিনারী সৃষ্টিকারী এই ভাইরাস। ওনাম উৎসবের আগেই দক্ষিণের এই রাজ্যে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে করোনা। ২০ হাজারের ওপরে রয়েছে দৈনিক সংক্রমণ।


এ প্রসঙ্গে গগনদীপ কাং জানান করোনা মোকাবিলা নিয়ে যেভাবে কেরলের সমালোচনা চলছে তা 'সঠিক নয়'। সোশাল মিডিয়ায় অনেকেই বলছেন কেরল সরকার সব নিয়ম বিধি শিথিল করতেই এই বাড়বাড়ন্ত। এই বিষয়টি নিয়ে শোরগোলও উঠেছে। তবে কম টিকাকরণ এবং কম সেরোসার্ভে হয়েছে কেরলে, এ কথা স্বীকার করেছেন গগনদীপ কাং। আর সেই কারণেই হঠাৎ করে করোনার এমন বৃদ্ধি।


কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ওনামের সময় অনুষ্ঠান এবং উদযাপনের আয়োজন, অংশগ্রহণের সময় কঠোরভাবে জনসমাগম এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কোভিড প্রোটোকলও অনুসরণ করতে হবে। কেরলের পরিস্থিতি নিয়ে ভারতে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কেরল সরকার।সে রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রীয় দল। 


তিনি এও বলেন টানা কঠোর নিয়ম বিধি জারি রাখা সম্ভব নয়। প্রতিটি রাজ্যে কম বেশি একই অবস্থা। কিন্তু এখন সমালোচনা করার সময় নয়, এমনটাই মত ভাইরোলজিস্টের। যদিও অনাম পালনের ক্ষেত্রে কেরলবাসীকে সতর্ক করেছেন তিনি। নিয়ম না মানলে আগামী দিন ভয়াবহ হতে চলেছে ভগবানের আপন রাজ্যে।