নয়া দিল্লি : কেন্দ্র চাপ দিচ্ছে ট্যুইটারকে (Twitter)। তাই তাঁর ফলোয়ার বৃদ্ধির সংখ্য়া দমিয়ে রাখা হচ্ছে। এই মাইক্রো-ব্লগিং সাইটের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Congress Leader Rahul Gandhi)। যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছে ট্যুইটার। সংস্থার তরফে মুখপাত্র জানিয়েছেন, এই ইস্যুতে জিরো-টলারেন্স নীতি নিয়ে চলে সংস্থা। 


২৭ ডিসেম্বর টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে সম্বোধন করা একটি চিঠি লিখেছিলেন ওয়েইনাড়ের সাংসদ। তিনি লেখেন, ভারতে স্বাধীন ও ন্যায্য বক্তৃতা রোধে টুইটারের এটি অনিচ্ছাকৃত জটিলতা বলে তিনি বিশ্বাস করেন।


২০২১ সালের অগাস্ট মাসে যখন তাঁর অ্যাকাউন্ট সংক্ষিপ্ত সময়ের জন্য ব্লক করা হয়েছিল, তখন থেকেই তাঁর ফলোয়ার সংখ্যার বিষয়টি কার্যত ঠান্ডা ঘরে চলে গেছে। অথচ আগে তিনি প্রতি মাসে ২.৩ লক্ষর বেশি হারে নতুন ফলোয়ার অর্জন করেছেন, যা কয়েকটি মাসে সাড়ে ৬ লক্ষতেও পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছেন কংগ্রেস নেতা।


আরও পড়ুন ; প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তায় অমর জওয়ান জ্যোতির ছবি ট্যুইট রাহুল গাঁধীর


এই অভিযোগের পরিপ্রেক্ষিত তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ডেটার একটি বিশ্লেষণও পাঠিয়েছিলেন। যাতে দেখা যায়, তাঁর ফলোয়ার সংখ্যা বর্তমানে ১৯.৬ মিলিয়নে দাঁড়িয়ে। গত বছরের অগাস্ট মাসে আট দিনের স্থগিতাদেশের পর কয়েক মাস ধরে তাঁর ফলোয়ার নামেমাত্র বেড়েছে।


তাঁর এই অনুগামীর-সংখ্যা কমে যাওয়াকে "অতটা কাকতালীয় নয়" বলে অভিহিত করেছেন রাহুল। তিন কৃষি আইন প্রত্যাখ্যান করা হবে, কৃষকদের উদ্দেশে দেওয়া তাঁর ভিডিও-বার্তা ভাইরাল হওয়া সহ বেশ কয়েকটি ইভেন্ট তিনি তুলে ধরেন যে কারণে তাঁর অনুগামীর সংখ্যা কমেছে বলে তিনি মনে করেন।


প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংহর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। বেলা ১১টা ১৬ মিনিটে মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে আরবি ভাষায় ট্যুইট করা হয়। খবর জানা যায় সংবাদ সংস্থা এএনআই সূত্রের। ‘হ্যাক হয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ট্যুইটার অ্যাকাউন্টও', জানিয়েছেন এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল। চলতি মাসেই হ্যাক হয়েছিল তথ্য-সম্প্রচার মন্ত্রকের ট্যুইটার অ্যাকাউন্ট।