নয়াদিল্লি: পর পর ধাক্কার পর দলকে অক্সিজেনের জোগান দিচ্ছেন তিনি। ‘ভারত জোড়ো যাত্রা’য় (Bharat Jodo Yatra) সাড়া পাচ্ছেন সব স্তর থেকে। সেই আবহেই বিজেপি এবং সঙ্ঘকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস  (Congress)সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। স্বাধীনতা সংগ্রামের (Freedom Struggle) সময় বিজেপি-র (BJP) অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঘঙ্ঘ (RSS) ইংরেজের পক্ষে ছিলেন এবং বিনায়ক দামোদর সাভারকর (Vinayak Savarkar) ইংরেজ শাসকের কাছ থেকে ভাতাও পেতেন বলে তীব্র আক্রমণ শানালেন রাহুল।


বিজেপি-আরএসএস-কে তীব্র আক্রমণ রাহুলের


শনিবার ৩১তম দিনে পড়ল রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’। সেই উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে দেশভাগের জন্য যে ভাবে লাগাতার কংগ্রেসের ঘাড়ে দায় ঠেলে আসছে বিজেপি, তা নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় তাঁর কাছে। জবাবে রাহুল বলেন, “আমি যতদূর ইতিহাস জানি, আরএসএস ইংরেজদের সাহায্য় করছিল। ইংরেজদের থেকে ভাতা পাচ্ছিলেন সাভারকর। এর সপক্ষে ঐতিহাসিক প্রমাণ রয়েছে।”


স্বাধীনতা সংক্রামে কংগ্রেসই দেশকে নেতৃত্ব দিয়েছে, দেশকে সংবিধান দিয়েছে এবং সবুজ বিপ্লবের বীজ বপণ করেছে বলে জানান রাহুল। বিজেপি-কে নিশানা করে তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামের কোথাও বিজেপি ছিল না। একাহাতে তারা আজ ঘৃণা ছড়াচ্ছে। বিভাজন ঘটাচ্ছে দেশে।”


আরও পড়ুন: Shiv Sena Symbol: থামেনি ঠাকরে-শিন্ডে কোন্দল, শিবসেনার দলীয় প্রতীক বাজেয়াপ্ত করার ঘোষণা নির্বাচন কমিশনের


‘ভারত জোড়ো যাত্রা’র অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলে রাহুল জানান, বিগত কয়েক বছরে রাজনৈতিক শ্রেণির সঙ্গে দেশের নাগরিকদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নিজের অভিজ্ঞতার কথা জানাতে তিনি বলেন, “মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সহজ উপায় রয়েছে। আমি তপস্যায় বিশ্বাস করি। আমার পরিবার তপস্যায় বিশ্বাস করে। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তাঁদের যন্ত্রণা অনুভব করতে চাইছিলাম আমি।  তাই রাস্তায় হেঁটে চলার পাশাপাশি মানুষের কাছাকাছি থাকতে চেয়েছিলাম।”


'ভারত জোড়ো যাত্রা'র ৩১ দিন সম্পূর্ণ


তবে সঙ্ঘ এবং সাভারকরকে নিয়ে রাহুলের এই মন্তব্যের সমালোচনা করেছেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। রাহুল সম্পূর্ণ মিথ্যা বলছেন বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “আরএসএস এবং সাভারকরকে নিয়ে মিথ্যে রটানো কংগ্রেসের অভ্য়াসে  পরিণত হয়েছে। এটা রাজনীতিতের রাহুলের ব্য়র্থতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।” দেশভাগের জন্য কংগ্রেসই দায়ী বলে ফের মন্তব্যও করেন তিনি।