নয়া দিল্লি : 'নায়ক' ছবির কথা মনে আছে ? যেখানে অনিল কপূর এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই প্রতিবেদন যাকে নিয়ে তিনিও এক দিনের জন্য গুরুত্বপূর্ণ পদে বসলেন। ভারতে ব্রিটিশ হাই কমিশনার হিসেবে দায়িত্ব সামলালেন বছর কুড়ির অদিতি মহেশ্বরী। 


দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস কলেজ থেকে ফিজিক্যাল সায়েন্সে স্নাতক স্তরে পড়াশোনা করছেন অদিতি। রাজস্থানে বাড়ি। সম্প্রতি তিনি 'হাই কমিশনার ফর দ্য ডে' প্রতিযোগিতা জেতেন। ২০১৭ সাল থেকে এই দিনটি পালিতে হচ্ছে। ১১ অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড উপলক্ষে দিনটি উদযাপন করা হয়। এক বিবৃতিতে একথা জানিয়েছে ব্রিটিশ দূতাবাস।


প্রতিযোগিতার ভারতীয় সংস্করণের পঞ্চম জয়ী মহেশ্বরীর স্বপ্ন, আইএএস অফিসার হওয়া। এহেন অদিতি শুক্রবার ইংল্যান্ডের তরফে ভারতে শীর্ষ কূটনীতিক হিসেবে এক দিনের জন্য দায়িত্ব পালন করলেন। অভিজ্ঞতা অর্জন করলেন বিভিন্ন বিষয়ে। 


নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে মহেশ্বরী জানান, গত বছরও এই প্রতিযোগিতার জন্য আবেদন করেছিলাম। আমি খুশি যে, শেষমেশ এই সুযোগটা পেলাম। সিনিয়র কূটনীতিক এবং 'সি লিডস' লিডারশিপ প্রোগ্রাম থেকে মহিলাদের সঙ্গে কথোপকথন এই দিনের বিশেষ উল্লেখযোগ্য বিষয় আমার কাছে। এর পাশাপাশি হাই কমিশনে ইলেকট্রিক গাড়িতে চড়ে বেড়ানোটাও উপভোগ করলাম। জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ সমতা নিয়ে ইংল্যান্ড ও ভারত যে কাজ করছে তা আমাকে এক জন তরুণী হিসেবে আশাবাদী করে তুলেছে। বহু দিন ধরে এই দিনটি মনে রাখব।


এ প্রসঙ্গে এই দিনের জন্য ডেপুটি হাই কমিশনার (অন্যদিনে ভারতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের হাই কমিশনার) অ্যালেক্স এলিস বলেন, অদিতির সঙ্গে সারা দিন কাজ করাটা আমার কাছে খুব আনন্দের ছিল। জলবায়ু পরিবর্তন ও মহিলাদের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর চিন্তা ও আত্মবিশ্বাস ধরা পড়ল। অদিতি-দের মতো তরুণীদের তাঁদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করার জন্য ভারতের সঙ্গে একযোগে কাজ করছে ইংল্যান্ড।