নয়া দিল্লি: তালিবান ক্ষমতায় আসার পরই ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ কী হতে চলেছে তা নিয়ে জলঘোলা চলছেই। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আফগানিস্তানে পরিবর্তিত সমীকরণে বদল ভারতের জন্য একটি চ্যালেঞ্জ। ১৫ আগস্ট তালিবানদের ক্ষমতা গ্রহণের পর থেকে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সেই কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।
রাজনাথ সিংয়ের কথায়, "আফগানিস্তানের সঙ্গে সমীকরণ পরিবর্তন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই পরিস্থিতিগুলি আমাদের দেশকে নতুন করে কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। আমরা আমাদের কৌশল পরিবর্তন করছি।" তিনি বলেন, "প্রতিরক্ষা মন্ত্রক অত্যন্ত গুরুত্ব সহকারে গোষ্ঠী গঠনের কথা বিবেচনা করছে। যুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গোষ্ঠীগুলি কেবল দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা দেবে না বরং সমন্বিত যুদ্ধ ইউনিটের সংখ্যাও বাড়াবে।"
শনিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলেছেন এবং আফগানিস্তানের সর্বশেষ ঘটনা নিয়ে আলোচনা করেছেন। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেন, 'সারা বিশ্বে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। যার জেরে ভারতের জাতীয় নিরাপত্তা ক্ষেত্রেও চ্যালেঞ্জ বাড়ছে ও পরিস্থিতি জটিল হচ্ছে'।
এদিকে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের কাবুল বিমানবন্দরে হামলা হতে পারে, এমনই সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি বলেন কাবুল বিমানবন্দরে আরেকটি সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। একটি বিবৃতিতে তিনি বলেন, "এখনও পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, এবং বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়ে গেছে। আমাদের কমান্ডাররা আমাকে জানিয়েছিলেন যে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে হামলার সম্ভাবনা রয়েছে।"
সম্প্রতি কাবুল বিমানবন্দরে হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে একাধিক আফগান নাগরিকের। বাইডেন তাঁর বিবৃতিতে বলেন, "ওয়াশিংটনে নিরাপত্তা দল এবং কমান্ডারদের সঙ্গে কথা হয়েছে। আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস-কে-এর বিরুদ্ধে গত রাতে মার্কিন বাহিনী যে স্ট্রাইক করেছে তা নিয়ে আলোচনা করেছি।"