নয়াদিল্লি: ভোট চালাচালি নিয়ে দিনভর টানাপোড়েন। তার জেরে রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha Election 2022) ফল ঘোষণায় সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কর্নাটক থেকে তিনটি আসন বিজেপি-র দখলে গিয়েছে। কংগ্রেসের দখলে গিয়েছে একটি আসন। এ দিন নির্বাচনে ভোট চালাচালি অর্থাৎ ক্রস ভোটিং হয়েছে বলে অভিযোগ। তার জেরে ১৬টি আসনে গণনা স্থগিত রাখা হয়েছে (Cross Voting)। 


বিজেপি-র নির্মলা সীতারামন বিজয়ী


কর্নাটকে গণনা শেষ হয়ে গিয়েছে বলে খবর। সেখান থেকে জয়ী হয়েছেন কেন্দ্রীয় অৎ্থমন্ত্রী নির্মলা সীতারামন। কংগ্রেসের জয়রাম রমেশও জয়ী হয়েছেনন। নির্মলা এবং জয়রাম, দু'জনই ৪৬টি করে ভোট পেয়েছেন। তবে চূড়ান্ত ঘোষণা এখনও বাকি রয়েছে। 


তবে রাজস্থানে ভাল ফল করেছে কংগ্রেস। সেখানে চারটি রাজ্যসভা আসনের মধ্যে তিনটিতে জয়ী হয়েছে তারা।  একটি আসন গিয়েছে বিজেপি-র দখলে। বিজেপি-র দাবি, তাঁদের দল থেকে কংগ্রেসে ভোট চালাচালি হয়েছে। কিন্তু রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বক্তব্য, "তিনটি আসন যে কংগ্রেসের দখলেই যাচ্ছে, তা প্রথম থেকেই পরিষ্কার ছিল। বিজেপি নির্দল প্রার্থী তেনাবেচার চেষ্টা করেছিল বটে। কিন্তু আমাদের বিধায়করা ওদের কড়া জবাব দিয়েছে। ২০২৩-এর বিধানসভা নির্বাচনেও একই পরিণতি হবে বিজেপি-র।"


আরও পড়ুন: Rajya Sabha Election Result: দেদার ভোট চালাচালি, ১৬ আসনে গণনা স্থগিত, আটকে রাজ্যসভা নির্বাচনের ফলঘোষণা


এ দিকে, কংগ্রেসের মুকুল ওয়াসনিক এবং রণদীপ সুরজেওয়ালা, দু'জনেই বাড়তি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী ঘনশ্যাম তিওয়ারিও এগিয়ে রয়েছেন। তবে বিজেপি-র প্রার্থী তথা মিডিয়া সংস্থা জি-র চেয়ারম্যান সুভাষচন্দ্র পরাজিত হয়েছেন। একটি ভোট বাতিল করা হয়েছে। 


হরিয়ানায় কংগ্রেসের দুই প্রার্থীর ভোট বাতিল করার দাবি জানায় বিজেপি। তাদের অভিযোগ, দুই কংগ্রেস বিধায়ক নিজেদের ব্যালট পেপার বাইরের লোকজনকে দেখিয়েছেন। কংগ্রেসের অজয় মাকেনও পাল্টা  নির্বাচন কমিশনকে চিঠি লেখেন। বিজেপি মিথ্যে অভিযোগ করছেন বলে অভিযোগ করেন তিনি। 


চূড়ান্ত ফল কখন জানা যাবে, তা নিয়ে অনিশ্চয়তা


ভোট চালাচালির অভিযোগ নিয়ে মহারাষ্ট্রে কমিশনের দ্বারস্থ হয়েছে শিবসেনা এবং বিজেপি। ভোট বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। সেখানে গণনা কখন শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।