Ram Navami Celebrations : রামনবমী (Ram Navami) । ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেখা হয় এই তিথিকে। রামচন্দ্রকে শ্রী কৃষ্ণের সপ্তম অবতার (7th incarnation of Lord Vishnu) হিসেবে দেখা হয়। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব। চৈত্র মাসের নবরাত্রির (Chaitra Navratri) নবম দিনে রামনবমী উদযাপিত হয়। এই দিন পুজো-আচ্চার পাশাপাশি ভক্তরা উপবাসও রাখেন। মহাঅষ্টমীর পরের দিন রাম নবমী পালিত হয়। এবার রাম নবমী পালিত হবে ১০ এপ্রিল ২০২২, রবিবার। এই দিনে মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে লোকেরা ছোট ছোট মেয়েদের ভোজন করাতে হয়। তারপর ব্রত-উপবাস ভঙ্গ করতে হয়।   
Sriramanavami  সারা ভারতে বিভিন্ন জায়গায় পালিত হয়। . Shri Rama Navami উত্তর ভারতে খুবই প্রচলিত। বাংলাতেও প্রসিদ্ধ রাম মন্দিরগুলিতে পালন হয় এই উৎসব। 

কীভাবে পালিত হচ্ছে : 


1.  রামনবমীতে রামায়ণ পাঠ হয়। 
2.  ভক্তরা রামস্তোত্র পাঠ করেন। 
3. কীর্ত্তন গাওয়া হয়। 
4.  রামচন্দ্রের মূর্তিতে মাল্যদান করা হয়। বাড়িতেও শ্রীরামের মূর্তি সাজানো হয়। 
5. দোলায় রাম- মূর্তি বসানো হয়ে থাকে। 


পুজোর বিধি (Puja Vidhi On Ramnavami)


1. পুজোর সব সামগ্রী নিয়ে পাঠে বসুন।   (items needed for Puja)
2. তুলসি পাতা রাখতে ভুলবেন না। রাম পুজোয় পদ্ম নিবেদন করবেন।  
3.  ষোড়শ উপাচারে এই পুজো হয়ে থাকে। ( Shodashopachar Puja)
4.  ক্ষীর ও ফল প্রসাদ হিসেবে নিবেদন করুন।  
5.  কপালে তিলক কাটতে হবে। 


Ram Navmi Legend


শ্রী রাম নবমীর উদযাপনের পিছনে আছে বিশেষ আখ্যান। রাবণ- বধের গল্প কম-বেশি সকলেরই জানা।  কথিত আছে, রাবণ ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে ছিলেন যে.  তিনি কখনও দেবতা বা যক্ষের (দেবতা) দ্বারা নিহত হবেন না। তিনি ছিলেন সর্বাপেক্ষা শক্তিশালী ও অত্যাচারী। তাই এই  সমস্ত দেবতারা রাবণের দৌরাত্ম্য দমন করতে সাহায্যের আবেদন নিয়ে বিষ্ণুর কাছে যান। এরপরই রাবণ-নিধন ও ধর্মের শাসন প্রতিষ্ঠা করতে রাজা দশরথের স্ত্রী কৌশল্যার গর্ভে ভগবান রামচন্দ্র জন্ম দেন। সেই থেকে, দিনটি শ্রীরামনবমী হিসেবে পালিত হয়। এছাড়াও, শুধুমাত্র চৈত্র শুক্ল নবমীতে, তুলসীদাস রামচরিতমানস রচনা শুরু করেছিলেন। এরজন্যও পালিত হয় রামনবমী।