Reserve Bank Update: সম্ভাব্য বৃদ্ধির হার কমে ৭.২%, রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Reserve Bank Repo Rate Update: বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে শীর্ষ ব্যাঙ্ক যে হারে ঋণ দেয়, তা হল রোপে রেট। বাণিজ্যিক ব্যাঙ্কগুলি টাকা রিজার্ভ ব্যাঙ্কে রেখে যে সুদ পায়, তাকে বলে রিভার্স রেপো রেট।

Continues below advertisement

নয়াদিল্লি: দেশ জুড়ে চরমে উঠেছে মূল্যবৃদ্ধি (Inflation)। তার মধ্যে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India/RBI)। এ বারও রেপো রেট (Repo Rate) ৪ শতাংশেই বেঁধে রাখল রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে পর পর একাদশতম বার রেপোরেট অপরিবর্তিত রাখল তারা। একই সঙ্গে রিভার্স রেপো রেটও (Reverse Repo Rate) অপরিবর্তিত রাখা হয়েছে, ৩.৩৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি বা অর্থনৈতিক নীতি নির্ধারণ কমিটি (MPC) এই সিদ্ধান্ত নিয়েছে।

Continues below advertisement

রেপো রেট, রিভার্স রেপো রেট কী

বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে শীর্ষ ব্যাঙ্ক যে সুদের হারে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকেই বলে রোপে রেট। একই ভাবে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের অতিরিক্ত টাকা রিজার্ভ ব্যাঙ্কে রেখে যে সুদ পায়, তাকে বলা হয় রিভার্স রেপো রেট। দু’মাস অন্তর বছরে ছ’বার এই রেপো রেটের হার বদলায়। ২০২২-’২৩ অর্থবর্ষের প্রথম দ্বিমাসিকে দুই ক্ষেত্রেই হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ওমিক্রন প্রকোপের হ্রাস পাওয়ার পর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হয়েছিল। কিন্তু ভূরাজনৈতিক টানাপড়েন চরমে ওঠায় পরিস্থিতির অবনতি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে যে সঙ্কট নেমে এসেছে, তাতে বৈশ্বিক অর্থনীতিতে ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

পরিস্থিতি আরও সঙ্কটজনক হতে পারে বলে আশঙ্কা

মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির ধাক্কায় এমনিতেই ধুঁকছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে ২০২২-’২৩ অর্থবর্ষে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির (GDP) সম্ভাব্য হার আগের ৭.৮ শতাংশ থেকে কমিয়ে ৭.২ শতাংশ রাখা হয়েছে। খুচরো মুদ্রাস্ফীতির সম্ভাব্য হার আগে ৪.৫ শতাংশ রাখা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে খুচরো মুদ্রাস্ফীতির (Retail Inflation) হার ৫.৭ শতাংশে গিয়ে ঠেকবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Adani Group Shares Crashes: আদানি গ্রুপের শেয়ারে বড় পতন, শুক্রবার কী হতে পারে স্টকে ?

২০২০ সালের মে মাসের পর থেকে একটানা সর্বনিম্ন রয়েছে রেপো রেটে। দেশের অর্থনৈতিক বৃদ্ধির পক্ষে তা সহায়ক হয়ে উঠবে বলে দাবি রিজার্ভ ব্যাঙ্কের। তাদের  মুদ্রাস্ফীতির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে রাথার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যদিও ফেব্রুয়ারি মাসেই খুচরো মুদ্রাস্ফীতি ৬.০৭ শতাংশে পৌঁছে যায়, যা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সর্বোচ্চ সীমার ঊর্ধ্বে।

Continues below advertisement
Sponsored Links by Taboola