Ram Navami JNU : 'রামনবমীতে আমিষ খাওয়া নিয়ে ধুন্ধুমার', রক্ত ঝরল JNU তে, সংঘর্ষে এবিভিপি - বাম ছাত্র সংগঠন

Ram Navami Clash : ' আমিষ খাওয়া যাবে না' - অভিযোগ, এই দাবিতেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কয়েকজন পড়ুয়াকে মারধর করে এবিভিপির সদস্যরা।

Continues below advertisement

নয়াদিল্লি : রামনবমীতে উত্তাল জেএনইউ ক্যাম্পাস। এবিভিপি (ABVP)  ও একাধিক বাম ছাত্র সংগঠনের  (JNUSU)  মধ্যে সংঘাতের অভিযোগ। এসএফআই, আইসা সহ একাধিক বাম ছাত্র সংগঠনের তরফে এবিভিপি-র বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। 

রামনবমীতে খাওয়া-দাওয়ার বিধি  !
ঘটনার সূত্রপাত রামনবমীতে খাওয়া-দাওয়ার বিধি নিয়ে ! ' আমিষ খাওয়া যাবে না' - অভিযোগ, এই দাবিতেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কয়েকজন পড়ুয়াকে মারধর করে এবিভিপির সদস্যরা। ওই ঘটনায় কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন বলে খবর।

 হামলা ও মারধরের অভিযোগ
এবিভিপি-র বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক বাম ছাত্র সংগঠন। যদিও এবিভিপির দাবি, বামপন্থী পড়ুয়ারাই তাদের ওপর হামলা করেছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এসএফআই, আইসা সহ একাধিক বাম ছাত্র সংগঠনের তরফে এবিভিপি-র বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।  সেই মতো দায়ের হয়েছে FIR।  অভিযোগ, রামনবমীতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাংস পরিবেশনে বাধা দেয় এবিভিপির সদস্যরা। এ নিয়েই শুরু হয় গন্ডগোল।  

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে, যদিও সত্যতা যাচাই যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্রী আখতারিস্তা আনসারীর মাথা থেকে রক্ত পড়ছে৷ জেএনইউএসইউ (JNUSU) এর আরও অভিযোগ এবিভিপি সদস্যরা খাবার বিক্রেতাকে মুরগি সরবরাহ করতে বাধা দেয় এবং  তাঁকে আক্রমণ করে। যদিও, ABVP অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে বামপন্থীরা হোস্টেলে রাম নবমী পুজোয় বাধা দিয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণপশ্চিম) মনোজ সি পিটিআইকে জানিয়েছেন, যে মোট ছয় জন ছাত্র আহত হয়েছে এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola