নয়াদিল্লি:

  রদবদলের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। এছাড়া, মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার।


আজ সন্ধেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ। সন্ধে  ৬টায় রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। যাঁরা মন্ত্রী হবেন, তাঁদের সঙ্গে আজ নিজের বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী।  


সূত্রের খবর, বাংলা থেকে দুজনের মন্ত্রী হচ্ছেন। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক দুজনেরই কেন্দ্রে প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গিয়েছে। 


সূত্রের খবর, রাজ্য থেকে এখন যে দু’জন প্রতিমন্ত্রী রয়েছেন, তাঁদের মধ্যে একজনকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে রাজ্যে সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে।  


আবার নতুন মন্ত্রীর তালিকায় ভূপেন্দ্র যাদব, সর্বানন্দ সোনওয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও শোনা যাচ্ছে।  


সূত্রের খবর, নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নিয়ে এদিন বেলায় নিজের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক-এক করে সদস্যরা পৌঁছন প্রধানমন্ত্রীর বাসভবনে। 


সেই তালিকায় ছিলেন -- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পশুপতি পারস, প্রীতম মুণ্ডে, হীনা গাভিট, ভূপেন্দ্র যাদব, মীনাক্ষি লেখি। ছিলেন রাজ্যের দুই সাংসদ শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিকও। 


২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর এটাই মোদি মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ। সূত্রের দাবি, নতুন মন্ত্রিসভায় ১৭ থেকে ২২ নতুন মুখ দেখা যেতে পারে। 


নতুন মন্ত্রিসভায় সুশাসন ও সিস্টেমের ওপর জোর দেওয়া হবে। একইসঙ্গে, যুব নেতাদের গুরুত্ব দেওয়া হবে নতুন মন্ত্রিসভায়। জল্পনা যে এটিই হতে চলেছে ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সীদের মন্ত্রিসভা।


আরও জানা গিয়েছে, এবারের মন্ত্রিসভায় মহিলাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো হবে। এছাড়া, এমবিএ ডিগ্রি থাকা তরুণ নেতাদের অন্তর্ভুক্ত করা হবে বলেও শোনা যাচ্ছে। 


জানা গিয়েছে, তফশিলি জাতি/উপজাতি ও পিছিয়ে পড়া শ্রেণিকেও গুরুত্ব দেওয়া হবে নতুন মন্ত্রিসভায়। সূত্রের খবর, ২৪ জন মন্ত্রী এই তালিকাভুক্ত হতে পারেন।