RBI Alert For Selling Old Coin: ডিজিটালাইজেশনের যুগে পুরোনো কয়েন বা নোট বিক্রি করতে গিয়েও হতে পারেন প্রতারণার শিকার। অনলাইনে পুরোনো টাকার কথা বলে বড় প্রলোভন দেখাচ্ছে প্রতারকরা। একবার সেই ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট।


RBI Alert: কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক ?
সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছে রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, কিছু সাইবার অপরাধী পুরোনো কয়েন, নোট কেনা-বেচা করার নামে আরবিআই-এর নাম ব্যবহার করছে। জেনে নিন এই নিয়ে কী বলছে RBI। 


RBI Alert: রিজার্ভ ব্যাঙ্কের নামে প্রতারণা
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, অনলাইনে আরবিআইয়ের নামে পুরোনো কয়েন ও নোট কেনাবেচা চলছে। আরবিআই-এর নামে এই লোকেরা বিভিন্ন ধরনের কমিশন ও ফি দাবি করছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, অনলাইন বা অফলাইনে পুরনো নোট বা কয়েন কেনার জন্য কোনও ফি নিচ্ছে না ব্যাঙ্ক। এই বিষয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 


RBI Alert: আরবিআই এমন কোনও কিছু করছে না
ইতিমধ্যেই পুরোনো কয়েন বা নোট বিক্রি নিয়ে প্রতারকদের বিষয়টা নজরে এসেছে কেন্দ্রীয় ব্যাঙ্কের। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, কারও সঙ্গে এমন কোনও চুক্তি করেনি RBI। ব্যাঙ্ক এই ধরনের কোনও ফি বা কমিশন চায় না। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও বলেছে যে, এই ধরনের প্রতারকদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।


আরও পড়ুন : EPFO Nominee Change: ইপিএফও-তে নমিনি পরিবর্তন করতে চান ? এই সহজ উপায়ে পাবেন সমাধান