RBI MPC Meet: এবার আরও বাড়তে চলেছে ইএমআই-এর খরচ। রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়ানোয় আপনার পকেটেও পড়বে টান। এই নিয়ে টানা দু'বার রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। বুধবার রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে RBI। 


RBI Monetary Policy: আপনার ওপর কী প্রভাব ?
রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে সুদের হার বৃদ্ধি পাবে রাতারাতি। আগামী কয়েকদিনের মধ্যে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি সুদের হার বৃদ্ধির পথে হাঁটবে। সেই ক্ষেত্রে আগে কোনও ব্যক্তি ঋণ নিয়ে থাকলে এই রেপো রেট তার ওপর প্রভাব ফেলবে। ইএমআই বা মাসিক ঋণের কিস্তির ক্ষেত্রে ঋণবাবদ আরও টাকা দিতে হবে তাঁকে। ফলে মাসিক বেতন এক থাকলেও ইএমআই-এর জেরে ঋণ বাবদ আরও বেশি টাকা ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানকে দিতে হবে ঋণ গ্রহীতার। সেই ক্ষেত্রে Car Loan, Education Loan, Home Loan-এর ইএমআই আরও বেড়ে যাবে।


RBI Monetary Policy: তিন দিনের বৈঠকে সিদ্ধান্ত 
এদিন আর্থিক নীতি ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সকালেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট ৪.৯ শতাংশ বাড়ায় RBI। গত ৬ তারিখ থেকে দেশের আর্থিক নীতির সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এদিন ছিল বৈঠকের শেষ দিন। পূর্ব র্সূচি অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, দেশের মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নীতি নির্ধারক কমিটি। সেখানে সবার সিদ্ধান্ত মেনে এই রেপো রেটের পথে হেঁটেছে রিজার্ভ ব্যাঙ্ক।


RBI Update: রেট বৃদ্ধি নিয়ে RBI গভর্নরের মত
বাজারে রেপো রেট বৃদ্ধির বিষয়ে আগে থেকেই আগাম আঁচ পেয়েছিলেন অর্থনীতিবিদরা। তাদের আশা ছিল , রেপো রেট , ৩৫-৫৫ শতাংশের মধ্যে রাখতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থনীতিবিদদের সেই মতই এদিন রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতিতে প্রতিফলিত হল। গভর্নর জানিয়েছেন, দেশের বাস্তব আর্থিক পরিস্থিতির দিকে তাকিয়ে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বা ৪.৯০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই বলেই অবশ্য থেমে থাকেননি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তিনি বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে মুদ্রাস্ফীতির ওপর প্রভাব পড়েছে। এই ধরনের চ্যালেঞ্জিং সময়েও ভারতীয় অর্থনীতি স্থিতিশীল রয়ে গেছে"।


আরও পড়ুন : QR Code On Medicines: আপনি যে ওষুধ কিনছেন তা আসল না নকল ? এই উপায়ে ধরবেন জালিয়াতি