নয়াদিল্লি: কানাঘুষোয় শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। সেই আশঙ্কা সত্যি করে এ বার রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করল (RBI Repo Rate) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির (Inflation) জেরেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে RBI। কিন্তু তাদের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে। কারণ RBI-এর রেপো রেট বৃদ্ধির পর সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলির সুদের হার বৃদ্ধি সময়ের অপেক্ষা বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এর ফলে গৃহঋণ গ্রহীতাদে কাঁধে EMI-এর বোঝা আরও বাড়বে বলে আশঙ্কা তাঁদের (Home Loans)।


গৃহঋণ গ্রহীতাদর উপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা


দেশের ব্যাঙ্কগুলিকে যে হারে স্বল্পমেয়াদী ঋণ দেয় RBI, তাকে রেপো রেট বলা হয়। এই রেপো রেট বৃদ্ধি পেলে ব্যাঙ্কের খরচও বৃদ্ধি পায়। তার বোঝা সাধারণ মানুষের ঘাড়ে এসেই চাপে। তাই খুব শীঘ্র সরকারি-বেসরকারি গৃহঋণে সুদের হার বাড়াতে চলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত যে হিসেব সামনে এসেছে, সেই অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে যে সকল গৃহঋণে সুদের হার ছিল ৬.৫ শতাংশ, জুনে তা ৭.৬০ শতাংশ হওয়ার দিকে এগোচ্ছে।


আরও পড়ুন: RBI Monetary Policy : বড় খবর ! রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়াল RBI


লাগাতার রেপো রেট বৃদ্ধির ফলে ফ্লোটিং রেটেও দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে চলেছে। তাই কোনও ব্যক্তি যদি ২০ বছরের জন্য ৭ শতাংশ হারে গৃহঋণ নিয়ে থাকেন, রেপো রেট বৃদ্ধির পর তাঁকে ৭.৫০ শাতংশ হারে ঋণ মেটাতে হবে। অর্থাৎ সব মিলিয়ে নির্ধারিত মেয়াদের থেকে বাড়তি আরও ২৪ মাস EMI গুনতে হবে তাঁকে। শুধু তাই নয়, EMI Adjustment-এর ক্ষেত্রেও প্রতি লক্ষ টাকার উপর ৩০ টাকা বাড়তি দিতে হতে পারে। 


মুদ্রাস্ফীতি থেকে নিষ্কৃতী পাওয়ার লক্ষণ নেই


এর আগে, গত মাসে ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল RBI।  অর্থাৎ সবমিলিয়ে গত ৩৬ দিনে ৯০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে তারা। স্বাভাবিক ভাবেই গৃহঋণের সুদে তার প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। ঋণ আগে নিয়ে থাকুন, অথবা সবে নিতে শুরু করেছেনস কিংবা এখন যাঁরা গৃহঋণের জন্য় আবেদন করতে চলেছেন, তাঁদের তুলনামূলক বেশি টাকা EMI বাবদ গুনতে হবে। শুধু তাই নয়, আগামী কয়েক মাসে আবারও RBI রেপো রেট বৃদ্ধি করতে পারে। সে ক্ষেত্রে ঋণের বোঝা আরও গলায় চেপে বসবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার ৬.৭ শতাংশ থাকবে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে RBI। তাই রেপো রেট আরও বাড়ানো হতে পারে বলেও মনে করা হচ্ছে।