Hindustan Motors Contessa: অ্যাম্বাসাডরের খবর এসেছে আগেই। এবার শোনা যাচ্ছে, ভারতে নতুন অবতারে আসতে পারে হিন্দুস্থান মোটরসের কনটেসা (Hindustan Contessa)ক্লাসিক। অটো সাইটগুলির খবর সত্যি হলে, ইলেকট্রিক মডেলে আসবে এই গাড়ি। 


Hindustan Contessa: অ্যাম্বাসাডরের পর এবার কনটেসা
কদিন আগেই শোনা যায়, ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি হিসাবে ফের আত্মপ্রকাশ করতে পারে অ্যাম্বাসাডর। শোনা যাচ্ছে, অ্যাম্বাসাডরের পর এবার ইলেকট্রিক অবতারে দেখা যেতে পারে এককালের দেশে সেরা প্রিমিয়াম কার কনটেসা ক্লাসিককে। আগের প্রজন্মের কনটেসা একটি প্রিমিয়াম সেডান ছিল দেশে। এখনও ভারতে রয়ে গিয়েছে সেই আইকনিক নাম। 




Hindustan Motors Contessa: কী থেকে নতুন জল্পনা ?
সম্প্রতি কনটেসার নামে একটি নতুন ট্রেডমার্ক নেওয়া হয়েছে। যা প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। অটো ব্লগারদের মতে, হিন্দুস্থান মোটরসের পুরোনো কনটেসাকে দেখা যেতে পারে নতুন অবতারে। এবার পেট্রলের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক মডেলে দেখা যেতে পারে এই গাড়ি। অন্তত তেমনই মনে করছে অটোসাইটগুলি।  


Hindustan Contessa: কারা আনছে এই গাড়ি ?
শোনা যাচ্ছে, সম্পূর্ণ নতুন ইলেকট্রিক সেডান হিসেবে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে এই গাড়ি। অতীতে হিন্দুস্তান মোটরস লিমিটেড এই গাড়ি কোম্পানি কিনেছে ফ্রান্সের গাড়ি নির্মাতা পুজোঁ। মাত্র ৮০ কোটি টাকায় বিক্রি হয়েছে এই কোম্পানি। অ্যাম্বাসাডরের ব্র্যান্ড ও অধিকার সত্ত্ব বিক্রি করেছিল হিন্দুস্থান মোটরস। এরাই বানাতো প্রিমিয়াম কার কনটেসা। 


Hindustan Motors Contessa: নতুন গাড়িতে কী থাকতে পারে ?


শুরুতে নতুন কন্টেসা একটি নতুন পেট্রল ইঞ্জিন পাবে। যা ইভি সংস্করণের ক্ষেত্রে নতুন অ্যাম্বাসাডরের সঙ্গে ইঞ্জিন শেয়ার করবে।  নতুন কন্টেসা একটি নতুন প্ল্যাটফর্ম পাবে। যার অর্থ, এতে লম্বা হুইলবেস পাবেন ক্রেতা। যার পিছনে আরও জায়গা ও উন্নত সুরক্ষা রেটিং সহ বাজারে আসবে গাড়ি। নতুন কনটেসা একটি প্রিমিয়াম সেডান হতে পারে।  বর্তমান মিডসাইজ সেডানের থেকে বেশি দামি হবে এই গাড়ি। নাম ট্রেডমার্ক হওয়ার সঙ্গে সঙ্গে ভারতকে ঘিরে পুরোনো জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে,  আগামী কয়েক বছরের মধ্যেই লঞ্চ হতে পারে এই গাড়ি।


আরও পড়ুন : Electric Ambassador: অ্যাম্বাসাডর আসছে নতুন অবতারে, ভারতে লঞ্চ হবে এই ইলেকট্রিক গাড়ি