Republic Day 2022 Live : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন, নর্থ ও সাউথ ব্লক

Republic Day 2022, Janpath Ground সকাল ১০টা ৫-এ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদি। ১০টা ১৫-য় রাজপথে পৌঁছবেন তিনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Jan 2022 09:59 PM
Republic Day Live : প্রজাতন্ত্র দিবসে অভিনন্দন-বার্তা ভারতে জাপানের দূত স্যান্টোসি সুজুকির

টোকিওয় ভারতীয় দূতাবাসে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে অভিনন্দন ভারতে জাপানের দূত স্যান্টোসি সুজুকির।

Republic Day Parade Live : উত্তরাখণ্ডের ট্যাবলোয় হেমকুন্দ সাহিব গুরুদোয়ারা, ডোবরা-চাঁতি সেতু এবং বদ্রীনাথ মন্দির

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উত্তরাখণ্ডের ট্যাবলোয় তুলে ধরা হল হেমকুন্দ সাহিব গুরুদোয়ারা, ডোবরা-চাঁতি সেতু এবং বদ্রীনাথ মন্দির।

Republic Day Live : বিশ্বের শ্রেষ্ঠ প্রজাতন্ত্রে পরিণত হয়ে উঠতে পারে ভারত, মন্তব্য ওড়িশার মুখ্যমন্ত্রী

আমাদের কথা ও কাজে যদি সংবিধানের মূল্য প্রতিধ্বনিত হয়, তাহলে বিশ্বের শ্রেষ্ঠ প্রজাতন্ত্রে পরিণত হয়ে উঠতে পারে ভারত, মন্তব্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের। 

Republic Day Parade Live : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন, নর্থ ও সাউথ ব্লক

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন, নর্থ ও সাউথ ব্লক। সারাদিন রাজপথে বর্ণাঢ্য অনুষ্ঠান দেখেছে দেশবাসী।


Republic Day Live : লে-র পোলো গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপন

লে-র পোলো গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করলেন স্থানীয়রা।

Republic Day Parade Live : "কর্নাটক: ঐতিহ্যবাহী হস্তশিল্পের আঁতুড়ঘর"-এই থিম তুলের ধরল সে রাজ্যের ট্যাবলো

"কর্নাটক: ঐতিহ্যবাহী হস্তশিল্পের আঁতুড়ঘর"-এই থিম তুলের ধরে সে রাজ্যের ট্যাবলো। কর্ণাটককে ঐতিহ্যবাহী হস্তশিল্পের আঁতুড়ঘর বলা হয় কারণ, ১৬টি প্রত্নবস্তুতে বিশ্ব সূচক (GI) ট্যাগ রয়েছে।

Republic Day Live : নজর কাড়ল পাঞ্জাবের ট্যাবলো

নজর কাড়ে পাঞ্জাবের ট্যাবলো । দেশের স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের অবাদনের কথা তুলে ধরা হয়। ট্যাবলো  তুলে ধরা হয়- ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেব-কে।

Republic Day Parade Live : ৬৯ বছর আগে তৈরি অশ্বারোহী দলের কুচকাওয়াজ দেখল রাজপথ

পোশাকি নাম সিক্সটি ওয়ান ক্যাভালরি। ৬৯ বছর আগে তৈরি অশ্বারোহী দলের কুচকাওয়াজ দেখল রাজপথ। নেতৃত্ব দিলেন মেজর মৃত্যুঞ্জয় সিংহ চৌহান।

Republic Day Live : কুচকাওয়াজে দেখা গেল টাইগার ক্যাট ও আকাশ ক্ষেপণাস্ত্র

শুধু রাজপথে নয়, চমক ছিল আকাশেও। উড়ল ধ্রুব কপ্টার বাহিনী। কুচকাওয়াজে দেখা গেল টাইগার ক্যাট ও আকাশ ক্ষেপণাস্ত্র।

Republic Day Parade Live : রাজপথে কুচকাওয়াজে কার্গিলে ব্যবহৃত ধনুষ কামান

রাজপথে কুচকাওয়াজে কার্গিলে ব্যবহৃত ধনুষ কামান দেখা গেল। দেখা গেল যে কোনও পরিস্থিতিতে নদী বা খাদ ডিঙিয়ে যেতে উপযোগী ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব সর্বত্র ব্রিজবাহন যানকে।

Republic Day Live : কুচকাওয়াজে রাজপথ দেখা গেল আইসিভি বিএমপি টু নামে সামরিক মহলে পরিচিত সাঁজোয়া গাড়ি

হাই মোবিলিটি ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল। রাতে আচমকা হানা চালাতে সক্ষম। চলতে পারে জলে জঙ্গলে। আইসিভি বিএমপি টু নামে সামরিক মহলে পরিচিত এই সাঁজোয়া গাড়ি ভারতীয় সেনাবাহিনীতে মেরুদণ্ড। কুচকাওয়াজে রাজপথ দেখা গেল এই সাঁজোয়া গাড়িকেও। 

Republic Day Parade Live : ’৭১ এর যুদ্ধে পাক শত্রু বিনাশে অগ্রগণ্য সেঞ্চুরিয়ন ট্যাঙ্ক প্রদর্শিত হল দিল্লির রাজপথে

’৭১ এর যুদ্ধে পাক শত্রু বিনাশে অগ্রগণ্য সেঞ্চুরিয়ন ট্যাঙ্ক প্রদর্শিত হল দিল্লির রাজপথে। নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন রাহুল শর্মা

Republic Day Live : আকাশে ৭৫টি বিমান ও হেলিকপ্টারের চোখ ধাঁধানো গ্র্যান্ড ফ্লাইপাস্ট

৭৩তম প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতার ৭৫ বছরে, আকাশে ৭৫টি বিমান ও হেলিকপ্টারের চোখ ধাঁধানো গ্র্যান্ড ফ্লাইপাস্ট। কুচকাওয়াজের শেষপর্বে আকাশে সেই ম্যাজিকই সম্মোহিত করল সবাইকে।

Republic Day Parade Live : হায়দরাবাদে জাতীয় পতাকা উত্তোলন তেলঙ্গানার রাজ্যপালের

প্রজাতন্ত্র দিবসে হায়দরাবাদে জাতীয় পতাকা উত্তোলন তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারজনের


Republic Day Live : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে শুভেচ্ছা-বার্তা ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে শুভেচ্ছা-বার্তা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের । 


Republic Day Parade Live : নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন দিল্লির মুখ্যমন্ত্রীর

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

Republic Day Live : এই প্রথম রাজধানীর আকাশে ফ্লাইপাস্ট করল ৭৫টি বিমান-কপ্টার

স্থল-জল-আকাশপথে সামরিক শক্তির প্রদর্শনী। এই প্রথম রাজধানীর আকাশে ফ্লাইপাস্ট করল ৭৫টি বিমান-কপ্টার। মার্চ পাস্টে প্রথমবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন

Republic Day Parade Live : রেড রোডে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদ্‍যাপন, প্রথমবার আমন্ত্রণ নয় বিরোধী দলনেতাকে

রেড রোডে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদ্‍যাপন। অনুষ্ঠানে প্রথমবার আমন্ত্রণ নয় বিরোধী দলনেতাকে। করোনাকালে বাদ বেশকিছু মন্ত্রীও

Republic Day Live : নদীর তীরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তৈরি করে সবাইকে তাক লাগালো মানিকচকের দুই শিল্পী

প্রজাতন্ত্র দিবসের দিন নদীর তীরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তৈরি করে সবাইকে তাক লাগালো মানিকচকের দুই শিল্পী।এমন প্রতিভা দেখতে মানুষের ভিড়ও পরে চোখে পড়ার মতো।দেশের বিভিন্ন সমুদ্র সৈকতের ধারে বলি দিয়ে প্রতিকৃতি তৈরি বিভিন্ন ভাস্কর্য সকলের সামনে আসে।কিন্তু মানিকচকের একটি প্রত্যন্ত এলাকায় নদীর ধারে জমা থাকা বালিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি করায় স্থানীয় মানুষজন আপ্লুত।

Republic Day Parade Live : দিল্লিতে বাদ, প্রজাতন্ত্র দিবসে রেড রোডে বাংলার নেতাজি ট্যাবলোর প্রদর্শ

সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে রাজপথে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোর থিম নেতাজি। দিল্লিতে বাদ, প্রজাতন্ত্র দিবসে রেড রোডে বাংলার নেতাজি ট্যাবলোর প্রদর্শনী। 

Republic Day 2022 Live: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী

সংঘাতের রেশ রেড রোডেও। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল এগিয়ে না আসা পর্যন্ত ওঠেননি চেয়ার ছেড়ে। 

Republic Day 2022 Live : রাষ্ট্রপতির দেহরক্ষী ঘোড়া বিরাট আজ চাকরি থেকে অবসর নিল


রাষ্ট্রপতির দেহরক্ষী ঘোড়া বিরাট আজ চাকরি থেকে অবসর নিল। এ বছর তাকে দেওয়া হয় চিফ অব আর্মি স্টাফ কম্যান্ডেশন মেডেল। রাষ্ট্রপতি কোবিন্দ, প্রধানমন্ত্রী মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই অনুষ্ঠানে তাকে বিদায় জানান। 




Republic Day 2022 : ৬৯ বছর আগে তৈরি অশ্বারোহী দলের কুচকাওয়াজ দেখল রাজপথ

পোশাকি নাম সিক্সটি ওয়ান ক্যাভালরি। ৬৯ বছর আগে তৈরি অশ্বারোহী দলের কুচকাওয়াজ দেখল রাজপথ। নেতৃত্ব দিলেন মেজর মৃত্যুঞ্জয় সিংহ চৌহান।

Republic Day Live : রেড রোডে দেখা গেল তথ্য সংস্কৃতি বিভাগের তৈরি নেতাজি ট্যাবলোকে

মুখ্যমন্ত্রীর ঘোষণামতো রেড রোডে দেখা গেল তথ্য সংস্কৃতি বিভাগের তৈরি নেতাজি ট্যাবলোকে।

Republic Day Parade Live : কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের তৈরি ট্যাবলোতে দেখা গেল নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে

দিল্লিতে বাতিল হয়েছিল পশ্চিমবঙ্গে নেতাজি ট্যাবলো। অথচ দিল্লির রাজপথে কুচকাওয়াজে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের তৈরি ট্যাবলোতে দেখা গেল নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে। শোনা গেল কদম কদম বাড়ায়ে যা।>

Republic Day Parade Live : প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রদর্শিত C-130J সুপার হারকিউলিস

C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমান  প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য রাজপথের উপর দিয়ে ফ্লাই পাস্টে অংশ নিল। ক্যামেরাগুলো বিভিন্ন বিমানের ককপিটে স্থাপন করা হয়েছে। 






Republic Day 2022 Live : গুজরাতের ট্যাবলোয় সেই রাজ্যের আদিবাসী আন্দোলনের কথা

গুজরাতের ট্যাবলোয় সেই রাজ্যের আদিবাসী আন্দোলনের কথা 





Republic Day 2022 Live : কলকাতার রেড রোডে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। কলকাতার রেড রোডে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।



Republic Day Parade Live ছ পঞ্জাবের ট্যাবলোয় ভগত সিংহ, রাজগুরু এবং সুখদেবের অবদান-কথা

'স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের অবদান' তুলে ধরল পঞ্জাবের ট্যাবলো। তাতে রয়েছে ভগত সিং, রাজগুরু এবং সুখদেবের অবদান-কথা।

Republic Day Live : সেঞ্চুরিয়ন ট্যাঙ্ক প্রদর্শিত হল দিল্লির রাজপথে

পুষ্পবৃষ্টি করে অনুষ্ঠানের শুভ সূচনা করে বায়ুসেনার চারটি কপ্টার। পোশাকি নাম সিক্সটি ওয়ান ক্যাভালরি। ৬৯ বছর আগে তৈরি অশ্বারোহী দলের কুচকাওয়াজ দেখল রাজপথ। নেতৃত্ব দিলেন মেজর মৃত্যুঞ্জয় সিংহ চৌহান। ৭১-এর যুদ্ধে পাক শত্রু বিনাশে অগ্রণী ভূমিকা নেয় সেঞ্চুরিয়ন ট্যাঙ্ক। এদিন প্রদর্শিত হল দিল্লির রাজপথে। নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন রাহুল শর্মা।






Republic Day 2022 Live : কুচকাওয়াজে কার্গিলে ব্যবহৃত ধনুষ কামান দেখা গেল

রাজপথে কুচকাওয়াজে কার্গিলে ব্যবহৃত ধনুষ কামান দেখা গেল। দেখা গেল যে কোনও পরিস্থিতিতে নদী বা খাদ ডিঙিয়ে যেতে উপযোগী ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব সর্বত্র ব্রিজবাহন যান। শুধু রাজপথে নয়, চমক ছিল আকাশেও। উড়ল ধ্রুব কপ্টার বাহিনী। কুচকাওয়াজে দেখা গেল টাইগার ক্যাট ও আকাশ ক্ষেপণাস্ত্র।

Republic Day Parade Live : রেড রোডে বাংলার নেতাজি ট্যাবলোর প্রদর্শনী

দিল্লির রাজপথে বাদ। ৭৩তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে বাংলার নেতাজি ট্যাবলোর প্রদর্শনী।

Republic Day Parade Live রাজপথে প্রদর্শন উত্তরপূর্বের সাত রাজ্যের ট্রুপের

সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক, PT-76, MBT অর্জুন MK-I, এবং  APC Topaz  প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করছে। রাজপথে প্রদর্শন অসম রেজিমেন্ট কন্টিনজেন্টের। এতে আছে উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্যের ট্রুপই। 


 


 





Republic Day 2022 Live : কলকাতাতেও পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস
 রেড রোডে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সৌজন্য বিনিময় হয়। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
Republic Day Parade Live বিটিং দ্য রিট্রিটে অংশ নিচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন

বিটিং দ্য রিট্রিটে অংশ নিচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন। এই অনুষ্ঠান দেখার জন্য সাফাই কর্মচারী, রিকশ চালক,  অটোচালক ও স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

Republic Day 2022 Live অশোকচক্র প্রদান করলেন রাষ্ট্রপতি

অশোকচক্র প্রদান করলেন রাষ্ট্রপতি। এএসআই বাবুরামের স্ত্রী-র হাতে তুলে দেওয়া হল সম্মান। জম্মু - কাশ্মীরে ৩ সন্ত্রাসবাদীকে খতম করেছিলেন তিনি। 

Republic Day Flag Hoisting : রাষ্ট্রপতি ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন

 রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। 

Republic Day 2022 Live : ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Republic Day Flag Hoisting : ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন

২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। বিটিং দ্য রিট্রিটে অংশ নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন। এই অনুষ্ঠান দেখার জন্য সাফাই কর্মচারী, রিকশ চালক,  অটোচালক ও স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, দেওয়া হবে অশোক চক্র, পরমবীর চক্র। 

Republic Day 2022 Live ছ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখুন সরাসরি এবিপি আনন্দের ইউটিউব লিঙ্কে

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখুন সরাসরি - 


Republic Day Parade Live : স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করতে ফ্লাইপাস্ট করবে ৭৫টি বিমান বা কপ্টার

৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি দিল্লির রাজপথে। আজাদি কি অমৃত মহোত্সব উত্সবের সূচনা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করতে ফ্লাইপাস্ট করবে ৭৫টি বিমান বা কপ্টার। মার্চপাস্টে প্রথমবার দেখা যাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন।>

Republic Day Flag Hoisting : হিমাচল সীমান্তে ১৬ হাজার ফুট উচ্চতায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপির

হিমাচল সীমান্তে ১৬ হাজার ফুট উচ্চতায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপি জওয়ানদের। লাদাখ সীমান্তে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানরা ওড়ালেন তেরঙ্গা। উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জেও ১২ হাজার ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানরা ওড়ালেন জাতীয় পতাকা। 

Republic Day 2022 : গোটা কলকাতা জুড়ে মোতায়েন ৫ হাজারের বেশি পুলিশ

 রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনাররা। জোনগুলিকে ভাঙা হচ্ছে কয়েকটি সেক্টরে।যার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে থাকছে ৫ টি বাঙ্কার, কমান্ডো বাহিনী। থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। গোটা কলকাতা জুড়ে মোতায়েন থাকবে ৫ হাজারের বেশি পুলিশ। থাকবে এইচআরএফএস-এর ১২টি দল, ৩টি ক্যুইক রেসপন্স টিম। আজ, বুধবার শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাবে পুলিশ।

Republic Day 2022 Live : দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় নাকাচেকিং

দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় নাকাচেকিং চালায় শিবপুর থানার পুলিশ। বালি ব্রিজে রেলওয়ে লাইনে বেলুড় জিআরপি এবং আরপিএফের তরফে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। শেওড়াফুলি স্টেশনেও কড়া নিরাপত্তা। বিভিন্ন লোকালগুলিতে তল্লাশি চালায় রেলপুলিশ। খড়গপুর স্টেশনে জিআরপি ও আরপিএফের যৌথ উদ্যোগে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে চলে চিরুনি তল্লাশি। শুধু স্টেশন নয়, ট্রেনের কামরাতেও চলে তল্লাশি।

Republic Day 2022 : রামপুরহাট স্টেশনে মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি

রামপুরহাট স্টেশনেও নিরাপত্তার এক ছবি। মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালায় রেলপুলিশ। নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদার চাঁচলেও। নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নজরদারি পুলিশের। তল্লাশি চালানো হচ্ছে  সীমান্তবর্তী নাকা চেকিং পয়েন্টেও। জলপাইগুড়িতে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে নাকা তল্লাশির পাশাপাশি এদিন শহরের বিভিন্ন হোটেলগুলিতে তল্লাশি চালানো হয়।

Republic Day 2022 Live : রেড রোডকে ১১টি জোনে ভাগ, বাড়তি নিরাপত্তার ব্যবস্থা

কলকাতা থেকে জেলা। ৭৩তম প্রজাতন্ত্র দিবসের জন্য নিরাপত্তার চাদরে মোড়া গোটা রাজ্য। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। গতবারের মতো এবারও কোভিডের জন্য সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকছে না। পুলিশ সূত্রে খবর,  এবারের প্রজাতন্ত্র দিবসে রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে।

Republic Day Update : রেড রোডে থাকছে ৫টি ওয়াচ টাওয়ার, মোতায়েন হাজারের বেশি পুলিশ কর্মী

 প্রজাতন্ত্র দিবসের (Republic day 2022) প্যারেড উপলক্ষে রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, রেড রোডে থাকছে ৫টি ওয়াচ টাওয়ার (Watch Tower)। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। রাজ্যের বিভিন্ন রেল স্টেশনেও কড়া নিরাপত্তার ব্যবস্থা।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2022)। দেশের বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে পালিত হবে দিনটি। দিল্লির রাজপথে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী (PM Modi)। 



  • সকাল ১০টা ৫-এ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদি।

  • ১০টা ১৫-য় রাজপথে পৌঁছবেন তিনি।

  • ১০টা বেজে ১৮ মিনিটে রাজপথে পৌঁছনোর কথা উপরাষ্ট্রপতির।

  • ১০টা ২১ থেকে ২৩-এ -  রাজপথে পৌঁছবেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী।

  • ১০টা ২৬-এ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত।

  • ১০টা ২৮-এ জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই বাবু রামকে মরণোত্তর অশোক চক্র প্রদান করবেন রাষ্ট্রপতি।

  • ১০.৩০-এ আকাশে বিমান বাহিনীর চারটি হেলিকপ্টার। একটিতে থাকবে তেরঙ্গা এবং অন্য তিনটিতে থাকবে সেনাবাহিনীর তিনটি শাখার পতাকা। হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি।

  • ১১টা ৪৪-এ রাজপথে কুচকাওয়াজ শেষ।

    ৭৫ তম স্বাধীনতা দিবসের (Independece Day 2022) উদযাপন উপলক্ষে এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে একাধিক চমক। দিল্লির রাজপথে ন্যাশনাল ক্যাডেট কর্পস অংশ নেবে শহিদোঁ কো শত শত নমন অনুষ্ঠানে। দেখা যাবে ৭৫টি বিমান অথবা হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট। এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বর্ণাঢ্য কলাকুম্ভ অনুষ্ঠান আয়োজিত হবে। নৃত্য পরিবেশন করবেন ৪৮০ জন শিল্পী। 


    সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি (President Kovind) রামনাথ কোবিন্দ। ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। বিটিং দ্য রিট্রিটে অংশ নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন। এই অনুষ্ঠান দেখার জন্য সাফাই কর্মচারী, রিকশ চালক,  অটোচালক ও স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, দেওয়া হবে অশোক চক্র, পরমবীর চক্র।



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.