India's 73rd Republic Day: ৭৫ তম স্বাধীনতা দিবসের উদ্‍যাপনকে সামনে রেখে দেশজুড়ে পালিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2022) । সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


৭৩ তম প্রজাতন্ত্র দিবসে সকালেই শুভেচ্ছাবার্তা দেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদি (PM Modi)  লিখেছেন, 'সমস্ত দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হ ' 





প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যুইটে লেখেন, লিখেছেন, "আজ আমাদের গণতন্ত্র উদযাপনের দিন। আজ আমাদের সংবিধানে নিহিত ধারণা ও মূল্যবোধ লালন করার সুযোগ। আমি আমার দেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিমৃ র জন্য প্রার্থনা করি।"





স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করেন, ' সবাইকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। ভারতীয় প্রজাতন্ত্রের গর্ব, একতা এবং অখণ্ডতা অক্ষুণ্ন রাখতে তাদের জীবন উৎসর্গ করেছেন এমন সমস্ত সৈন্যদের আমি প্রণাম জানাই। আসুন আমরা সবাই স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার নিশ্চিত করার জন্য আজ অঙ্গীকার করি। ''





৭৩ তম প্রজাতন্ত্র দিবসে ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)।  তিনি ট্যুইটে লিখেছেন, ১৯৫০-এ প্রজাতন্ত্র দিবসে দেশ সঠিক দিশায় প্রথম পদক্ষেপ নিয়েছিল। সত্য ও সাম্যের প্রথম পদক্ষেপকে স্যালুট। 


তবে এদিন তাঁর ট্যুইটের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে  ট্যুইটের সঙ্গে থাকা ছবি। তা হল অমর জওয়ান জ্যোতির ইলাস্ট্রেশন। সম্প্রতি গত ২১ জানুয়ারি তা ইন্ডিয়া গেট থেকে ৪০০ মিটার দূরত্বে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মিশিয়ে দেওয়া হয়েছিল।


 






সরকারের এই সিদ্ধান্তে বিতর্কের ঝড় উঠেছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন  প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।  ৫০ বছর পর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি নেভানোর সিদ্ধান্তের জন্য কেন্দ্রের তীব্র সমালোচনা করেছিলেন তিনি