India's 73rd Republic Day: আজ দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে  ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। এরইমধ্যে নয়াদিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাক আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রতিবারের মতোই এবারও প্রধানমন্ত্রী বেশভূষা ও সজ্জায় বিশেষ কয়েকটি রাজ্যের প্রতি বার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। 


এবার প্রধানমন্ত্রীর সজ্জায় ছিল মণিপুরের শাল ও উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি। প্রধানমন্ত্রী যে টুপি মাথায় পরেছিলেন, তা উত্তরাখণ্ডের টুপি এবং এতে আঁকা ছিল ব্রহ্ম কমলের ছবি। আর এই ব্রহ্মকমল উত্তরাখণ্ডের রাজ্য-ফুল। উত্তরাখণ্ডে প্রতিবারেই কেদারনাথ সফরে পুজোর সময় এই ব্রহ্মকমল ব্যবহার করতে ভোলেন না। 


আর প্রধানমন্ত্রীর এই ছবি ট্যুইটও করেছেন ভোটমুখী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি। তিনি বলেছেন, এভাবে প্রধানমন্ত্রী রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে গৌরবাণ্বিত করেছেন। 


সেইসঙ্গে প্রধানমন্ত্রী মণিপুরের শালও ব্যবহার করেছেন। এই শালও মণিপুরের ঐতিহ্যবাহী পোশাক। মণিপুরের মেতেই উপজাতির মধ্যে হাতে বোনা এই শালের প্রচলন রয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ডের মতো মণিপুরেও বিধানসভা ভোট আসন্ন। 


প্রধানমন্ত্রীর এ ধরনের পোশাক প্রায়ই নজর কেড়ে নেয়।  প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁর পোশাকে সাফা ও পাগড়ি বিশেষ করে নজর কেড়ে নিয়েছে। এর মাধ্যমে তিনি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেন বলেও মনে করা হয়। ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির সাফা ও পাগড়ির রং বদলেছে। আর এর মাধ্যমে তিনি ভিন্ন ভিন্ন বার্তা তুলে ধরতে চেয়েছেন। 


গত বছর ৭২ তম প্রজাতন্ত্র দিবসে জামনগরের শাহি পরিবারের কাছ থেকে উপহার হিসেবে পাোয়া শাহী পাগড়ি পরেছিলেন। রাজকীয় ঐতিহ্য ও সামাজিক কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকার কারণে জামনগরের শাহি পরিবারকে বিশেষ মর্যাদা রয়েছে। 


এদিন সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি।