নয়াদিল্লি:  প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2022) রাজধানীতে নাশকতা (Terrorist Attack) চালাতে পারে জঙ্গিরা। করোনায় চারিদিকে কড়া নিরাপত্তার মধ্যই গোয়েন্দা সূত্রে এমন খবর সামনে এল। শুধু রাজধানীই নয়, খুব শীঘ্র একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ওই রাজ্যগুলি (Poll Bound States) জঙ্গিদের নিশানায় রয়েছে বলে খবর মিলেছে। তাতেই সতর্ক হয়ে গিয়েছেন গোয়েন্দারা।


অনভিপ্রেত কিছু ঘটার আগে, ভোটমুখী রাজ্যগুলিতে সেনা মোতায়েন বাড়ানো হতে পারে বলে দিল্লি সূত্রে খবর। এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে গোয়েন্দাদের বিশদ আলোচনা চলছে। কোথায় কোথায় হামলা চালানো হতে পারে, তার একটি তালিকা সেনার হাতে তুলে দিয়েছেন গোয়েন্দারা। সেই মতো নিরাপত্তা আঁটোসাটো করার প্রক্রিয়া শুরু হয়েছে।


আরও পড়ুন: Jagannath Temple Closed: করোনায় পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত, ১০ জানুয়ারি থেকে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ


এখনও পর্যন্ত গোয়েন্দাদের (Intelligence Agencies) তরফে যে সতর্কবার্তা এসেছে, তাতে প্রথম সারির রাজনীতিক, সেনা শিবির, ভিড় বাজার এবং জনবহুল এলাকাই জঙ্গিদের নিশানায় রয়েছে বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে, বিভিন্ন জঙ্গি সংগঠন এবং সমাজবিরোধীরা মিলে এই নাশকতা চালাতে পারে। বাজারের পাশাপাশি, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, ধর্মীয় স্থান এবং বিখ্যাত সৌধ রয়েছে যেখানে, সেই এলাকাগুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলার উদ্যোগ শুরু হয়েছে।


প্রজাতন্ত্র দিবসের নিরাপ্ততা নিয়ে এর আগে গত ৩ জানুয়ারি সেনা অধিকার্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় এবং রাজ্য নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে যআতে সমন্বয় থাকে, তার পরামর্শ দেন তিনি।


এ ছাড়াও, জায়গায় জায়গায় তল্লাশি চালাতে পারে সেনা। সন্দেহজনক কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে তা জানাতে হবে। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হবে, যা সেনার সঙ্গ কাঁধ মিলিয়ে কাজ করবে। নামানো হবে সাদা পোসাকের পুলিশও। সেনা বা পুলিশ, কারও হাতে কোনও সূত্র এলেই পরস্পরকে তা অবগত করাতে হবে দু’পক্ষকে।