নয়াদিল্লি: ৭৩তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day) সম্মুখে আমরা। রাজধানীর রাজপথে বিশেষভাবে আয়োজন করা হয়েছে। ভয় একটাই। করোনার তৃতীয় ঢেউ। অতিমারির তৃতীয় ঢেউতে প্রতিদিন বহু মানুষ সংক্রমিত হচ্ছেন। সেই কথা চিন্তা করে প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ প্যারেডের অনুষ্ঠানটিও জৌলুসহীন হতে চলেছে। করোনা পরিস্থিতিতে কম সংখ্যক দর্শকের উপস্থিতিতে এবারের প্রজাতন্ত্র দিবস পালনের কথা চিন্তাভাবনা করছে কেন্দ্র। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গত বছরে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যা যা বিধি আরোপিত ছিল, এ বছর সেগুলি থাকবেই। তা ছাড়াও এ বছর প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় আরও কঠোর বিধিনিষেধ লাগু করা হবে। 


করোনার তৃতীয় ঢেউয়ের জন্য এবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অনেক কাটছাঁট হয়েছে। সময় কমিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এর সঙ্গে সাংস্ক্তিক অনুষ্ঠানগুলিও কমিয়ে দেওয়া হয়েছে। সকাল ৮টায় লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন হবে। সাধারণত প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হয় প্রত্যেক বছর সকাল ৯টা থেকে। চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। কিন্তু এবছর সময়ের কিছু পরিবর্তন করা হয়েছে। এবছর প্যারেড পর্ব চলবে দেড় ঘণ্টা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে এবছর প্যারেড শুরু হবে সকালসাড়ে ১০টায়।


আরও পড়ুন - Republic Day 2022: করোনা সংক্রমণ এড়িয়ে কীভাবে বাড়িতেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করবেন?


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেটের কাছেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করবেন। প্রথা মেনেই ঐতিহাসিক প্রজাতন্ত্র দিবসের প্যারেড রাষ্ট্রপতি ভবন থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেটে এসে শেষ হবে। জানা গিয়েছে, জাতন্ত্র দিবসে রাজপথে কুচকাওয়াজে অংশগ্রহণকারী সমস্ত আমন্ত্রিতদের কঠোরভাবে COVID-19 পরামর্শ মেনে চলতে হবে। যার মধ্যে তাপমাত্রা পরীক্ষা, স্যানিটাইজার, মাস্ক এবং সামাজিক দূরত্ব অন্তর্ভুক্ত রয়েছে। আমন্ত্রিতদের জন্য ভ্যাকসিন শংসাপত্র বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বৈঠকে।


করোনা সংক্রমণের জন্য এবছর প্রজাতন্ত্র দিবসে কোনও বিদেশি অতিথি থাকছেন না বলে জানা যাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এশিয়ার অন্যতম পাঁচ দেশের রাষ্ট্রনায়ককে প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ জানান হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে সেই পরিকল্পনা বাতিল করা হয়। গতবারও প্রজাতন্ত্র দিবসে একই কারণে কোনও বিদেশি অতিথি উপস্থিত ছিলেন না।