নয়াদিল্লি: দেশে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশঃ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিয়ম করে যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে, তাতে দেশের একটা বড় অংশের মানুষ সমস্যায়। সোমবার এ প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার ফলেই দেশের বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাচ্ছে। এ বিষয়ে অনিশ্চয়তার ফলে অর্থনীতিকে ঠিক পথে নিয়ে আসার পরিকল্পনা ধাক্কা খেতে পারে।


নিউ ইয়র্কের বিভিন্ন সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ‘যেভাবে জ্বালানির দাম বেড়ে চলেছে, তার ফলে আমি বিশাল চ্যালেঞ্জের সামনে পড়ে যাব। সবাই আমার মন্ত্রকের দিকে তাকিয়ে আছে। এই অনিশ্চয়তা আমার কাছে অত্যন্ত বড় বিষয়। আমাকে স্টিমুলাস প্যাকেজ চালিয়ে যেতে হবে। কোন প্রকল্প থেকে কোন খাতে কত টাকা সরাতে হবে, সেটা আমি জানি না। আমার সামনে এখন এটা চ্যালেঞ্জ।’


অর্থমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। তিনি এখন ওয়াশিংটন ডিসি-তে আছেন। সেখানে বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বার্ষিক বৈঠকে যোগ দিয়েছেন নির্মলা। তিনি জানিয়েছেন, ভারতের আর্থিক বৃদ্ধির হার যাতে শ্লথ না হয়ে যায়, সেটা নিশ্চিত করাই লক্ষ্য। সেই কারণেই স্টিমুলাস প্যাকেজ চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকার অর্থনীতির উন্নতির লক্ষ্যে পরিকাঠামো খাতে খরচ করার বিষয়ে দায়বদ্ধ।


সম্প্রতি কেন্দ্রীয় সরকার পরিকাঠামোর উন্নতির জন্য ১০০ লক্ষ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছে। মার্কিন সফরে গিয়ে পরিকাঠামো সংক্রান্ত সেই মাস্টার প্ল্যান, ডিজিটাইজেশন, ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন অর্থমন্ত্রী। তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে।


রিজার্ভ ব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের অনুমান অনুযায়ী, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক উন্নতির হার ৯.৫ শতাংশ হতে পারে। তবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলা এবং কয়লার সঙ্কট দেশের আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।