আমদাবাদ: মায়ের ১০০তম জন্মদিন শামিল হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে গাঁধীনগর প্রশাসনের তরফে বিশেষ উদ্যোগ। শতায়ু হীরাবেন মোদির (Heeraben Modi) নামে এ বার সেখানে একটি রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিল তারা। গুজরাতের (Gujarat) গাঁধীনগরে (Gandhinagar) রায়সান পেট্রোল পাম্প থেকে ৬০ মিটার দূরত্ব পর্যন্ত রাস্তার নাম রাখা  হচ্ছে 'পূজ্য হীরাবা মার্গ'। সব ব্যবস্থা সেরে রেখেছে গাঁধীনগর পুর নিগম। ১৮ জুন, হীরাবেনের জন্মদিনে রাস্তাটির নয়া নামকরণ হবে। 


১৮ জুন ১০০-য় পা দেবেন হীরাবেন


গাঁধীনগরের বাড়িতেই এ বারে হীরাবেনের ১০০তম জন্মদিন পালিত হবে। তাঁর জন্মদিনে ভডনগরের হাটকেশ্বর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়েছে। তাতে যোগ দেওয়ার কথা রয়েছে মোদিরও। এ ছাড়াও পাবাগড়ের কালীমন্দিরে পুজো দেবেন তিনি। পতাকাও তুলবেন।   


গাঁধীনগরের মেয়র হিতেশ মাকওয়ানা সংবাদমাধ্যমে বলেন, "১০০-য় পা রাখছেন হীরাবা। তাই রায়সান এলাকার ওই রাস্তার নাম পূজ্য হীরা মার্গ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা, যাতে আগামী প্রজন্ম ওঁর জীবন থেকে শিক্ষা নিতে পারেন।"


আরও পড়ুন: Mission Agneepath: ৪ বছরের প্রশিক্ষণ, নিয়োগ ২৫ শতাংশকে, প্রশ্নের মুখে কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প


গাঁধীনগরে ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হীরাবেন। মায়ের জন্মদিন উপলক্ষে ১৭ এবং ১৮ জুন গাঁধীনগরে থাকবেন মোদি। বডনগরে হীরাবেনের জন্মদিন উপলক্ষে বিরাট অনুষ্ঠানেরও আয়োজন হয়েছে। তাতে গান গাইবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল। এ ছাড়াও একাধিক শিল্পী অনুষ্ঠান করবেন। 


হীরাবেনের আর এক ছেলে, প্রহ্লাদ মোদি সংবাদমাধ্যমে বলেন, "শতবর্ষে পা রাখতে চলেছেন হীরাবা। তার জন্য নব চণ্ডী যজ্ঞ করতে চলেছি আমরা। হাটকেশ্বর মন্দিরে সুন্দরকাণ্ড পাঠও রয়েছে। মন্দিরে বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজনও করেছি।"


মায়ের জন্মদিনে শামিল হবেন মোদি


এর আগে, দু'দিনের সফরে গুজরাত গিয়ে গত ১১ মার্চ আমদাবাদ হীরাবেনের সঙ্গে দেখা করেন মোদি। করোনা কালে দু'বছর পর মায়ের সঙ্গে সেই প্রথম দেখা তাঁর। মায়ের জন্মদিনে ভাদোদরায় ৪ লক্ষ মানুষের উদ্দেশে ভাষণও দেবেন মোদি। সরকারি প্রকল্পের সুবিধা লাভকারী মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সর্দার এস্টেটের কাছে কুষ্ঠ হাসপাতালে ওই অনুষ্ঠানের আয়োজন হবে।