Tripura: তৃণমূলে যোগ দেওয়ায় হামলার অভিযোগ ত্রিপুরায়

TMC in Tripura: হামলার খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে আহতদের কুলাই হাসপাতালে নিয়ে গিয়েছে।

Continues below advertisement

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: তৃণমূলে যোগ দেওয়ার পর হামলার অভিযোগ। সুরমা বিধানসভা কেন্দ্রে বুধবার তৃণমূলে (TMC) যোগ দেওয়া ব্রজ বল্লভ মালাকার এবং তাঁর পরিবারের তিন সদস্যের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। গুরুতর জখম হয়েছেন ব্রজ বল্লভ মালাকার। হামলার খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে আহতদের কুলাই হাসপাতালে নিয়ে গিয়েছে। সামনেই ত্রিপুরায় বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। তার আগে জমে উঠেছে প্রচার। তার মাঝেই এমন ঘটনা।

Continues below advertisement

প্রচারে অভিষেক:
মঙ্গলবারই ত্রিপুরায় প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগরতলায় (Agartala) রোড শো করেন তিনি। সেখানে ইডি-সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়েও তোপ দাগেন তিনি। ২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন রয়েছে। সেখানে লড়ছে তৃণমূল। ভোটের প্রচারে সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোয়ের পর নির্বাচনী সভাও করেছেন অভিষেক। সেখানে তিনি বলেছিলেন, "আমাকে দুবার দিল্লিতে ডেকেছে। ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তুমি কী করবে? তোমার সঙ্গে ইডি, সিবিআই আছে। আমার সঙ্গে আম জনতা আছে। তোমার ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখাও। মাথা নত করব না।'

এর আগেও হামলার অভিযোগ:
মঙ্গলবারও সেখানে তৃণমূলের (TMC) উপর হামলার অভিযোগ উঠেছিল। আগরতলায় রোজ-শোয়ের আগে তৃণমূলের পথসভায় হামলা চালানোর অভিযোগ ওঠে। অভিযোগের তির ছিল বিজেপির দিকে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি। 

কবে ভোট-কোথায় ভোট: 
২৩ জুন ৪টি বিধানসভা কেন্দ্রে হাইভোল্টেজ উপনির্বাচন! যার মধ্যে রয়েছে আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্র। এখানে কার্যত বিজেপির প্রেস্টিজ ফাইট! কারণ টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী, খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা। যার সঙ্গে মূল লড়াই হতে চলেছে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা আশিসকুমার সাহার। একই ভাবে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও। তাঁকেই আগরতলায় প্রার্থী করেছে কংগ্রেস। সেখানেও কঠিন লড়াই বিজেপির। পদ্মশিবিরের বাজি সংগঠনের রাজ্য সহ সভাপতি অশোক সিন্হা। ত্রিপুরার অন্য যে দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেগুলি হল সুরমা ও যুবরাজনগর। সিপিএম (CPIM) বিধায়ক রমেন্দ্রচন্দ্র নাথের মৃত্যুতে উপনির্বাচন হবে যুবরাজনগর কেন্দ্রে। অন্যদিকে সুরমার বিধায়ক আশিস দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায়, দলত্যাগ বিরোধী আইনে তাঁর পদ খারিজ হয়। সেখানেও ভোট হবে। যদিও সম্প্রতি তৃণমূল নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফের ঘাসফুল শিবির ছেড়েছেন আশিস দাস। 

আরও পড়ুন:  ভারতে তৈরি সার্ভিক্যাল ক্যানসারের প্রথম ভ্যাকসিন, ছাড়পত্র ডিসিজিআই-এর

Continues below advertisement
Sponsored Links by Taboola