নয়া দিল্লি : গত কয়েকদিন ধরে কাটছে আতঙ্কের প্রহর। তবে, এবার হয়তো উদ্বেগ কাটতে চলেছে স্বজনদের । কারণ, সব ভারতীয় ইউক্রেনের (Ukraine) রাজধানী কিভ ছেড়ে বেরিয়ে এসেছে বলে জানালেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শৃঙ্গলা। শুধু তাই নয়, প্রায় ৬০ শতাংশ ভারতীয় ইউক্রেন ছেড়েছে বলেও দাবি করেন তিনি। 


এক সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব জানান, আমাদের দেশের সব নাগরিক কিভ থেকে বেরিয়ে এসেছেন। আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী, কিভে আর কোনও ভারতীয় নেই। সেখান থেকে আর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আমাদের অনুসন্ধান অনুযায়ী, দেশের সব নাগরিক কিভ থেকে বেরিয়ে এসেছেন। 


তিনি আরও বলেন, সরকারি নির্দেশিকা জারির পর ইউক্রেনে থাকা আনুমানিক ২০ হাজার ভারতীয়ের মধ্যে ৬০ শতাংশ বেরিয়ে এসেছেন। অর্থাৎ এখনও পর্যন্ত ১২ হাজার ইউক্রেন ছেড়েছেন। বাকি ৪০ শতাংশের মধ্যে প্রায় অর্ধেক খারকিভের কনফিক্ল জোনে রয়েছেন এবং অন্য অংশটা রয়েছেন হয় ইউক্রেনের পশ্চিম সীমান্তে অথবা পশ্চিম সীমান্তের দিকে রওনা দিয়েছেন। ওঁরা মূলত বিতর্কিত জায়গার বাইরে রয়েছেন। এদিকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি উচ্চস্তরীয় বৈঠক হয়েছে বলে জানান তিনি। বলেন, ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানগউধরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বৈঠক শুরু হয়। খারকিভ এবং কনফ্লিক্ট জোনে থাকা অন্যান্য এলাকার পরিস্থিতি নিয়ে আমরা খুবই চিন্তিত।    


আরও পড়ুন ; আশঙ্কা ছিলই, ইউক্রেনে বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু


প্রসঙ্গত, মঙ্গলবার ইউক্রেনে (Ukraine) এক ভারতীয়র মৃত্যু (Indian Died) হয়। খারকিভে বোমাবর্ষণে কর্ণাটকের পড়ুয়া প্রাণ হারান। নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। এমনই জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। 


বিদেশ মন্ত্রকের তরফে ট্যুইটারে লেখা হয়, খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আজ (মঙ্গলবার) সকালে ইউক্রেনের খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারকে গভীর সমবেদনা জানাই।