মুম্বই: আজ গোটা দেশজুড়ে সকলে মেতেছেন মহা শিবরাত্রি (Maha Shivratri) পালনে। বিভিন্ন তারকারা তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী-রাজনীতিক হেমা মালিনীও (Hema Malini) শুভেচ্ছা জানালেন অনুরাগীদের।
ট্যুইট করে ভক্তদের শুভেচ্ছা জানান 'ডান্সিং স্টার'। তিনি লেখেন, 'ভগবান শিবের কাছে প্রার্থনা করে তাঁর আশীর্বাদ নিতে প্রত্যেক বছর এই দিনটি বড় করে উদযাপিত হয় দেশ জুড়ে। কেউ কেউ গোটা দিন 'নির্জল' উপোস করে থাকেন যা পরের দিন নির্দিষ্ট সময়ে ভাঙা হয়।'
শুধু হেমা মালিনীই নন, এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বলিউড তারকা। প্রিয়ঙ্কা চোপড়া, সোহা আলি খান তাঁদের বাড়ির পুজোর ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান। অন্যদিকে মৌনি রায়, সারা আলি খানও শিব মন্দিরে তাঁদের ছবি পোস্ট করেন।
আরও পড়ুন: Mouni Roy: বিয়ের পর প্রথম শিবরাত্রি মৌনীর, সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন ছবি, ভিডিও
দেবাদিদেব মহাদেবের আরাধনার এই বিশেষ দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন পূণ্যার্থীরা। বিভিন্ন ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে, শিবরাত্রির (Shivratri) দিনই মহাদেব ও পার্বতীর বিয়ে হয়। তাই সারাদেশে মহা ধুমধাম করে শিবরাত্রি পালন করা হয়। চলতি বছর পয়লা মার্চ পড়েছে শিবরাত্রি। গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলছে। গত দুটো বছরে কত মানুষ সারা বিশ্বে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। কত মানুষ তাঁর প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন। তাই গত দুটো বছরের মতো চলতি বছরও মহাশিবরাত্রি উদযাপনে কিছুটা খামতি দেখা দেবে বলে মনে করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা সবার আগে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।