Parliament Session: সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। কর্মসংস্থান, প্রফিডেন্ট ফাণ্ডে সুদের হারে ছাঁটাই, মূল্যবৃদ্ধি ও ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধার নিয়ে বিরোধীরা সংসদের অধিবেশনে সরকারকে নিশানা করতে পারে। অন্যদিকে, বাজেট প্রস্তাব অনুমোদন ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের জন্য বাজেট পেশ সরকারের কর্মসূচির সর্বাগ্রে থাকবে। 


কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জম্মু ও কাশ্মীরের জন্য় বাজেট পেশ করবেন এবং তা নিয়ে সংসদে মধ্যাহ্নভোজনের পর আলোচনা হতে পারে। 
করোনা বিধি মেনে আজ সকাল ১১ টা থেকে অধিবেশন শুরু হবে। চলবে সন্ধে ৬ টা পর্যন্ত। পূর্বেকার সূচির তুলনায় রাজ্যসভার অধিবেশনে অতিরিক্ত ১৯ ঘণ্টা কাজের সময় পাওয়া যাবে। প্রথম পর্বের বাজেট অধিবেশনে রাজ্যসভার অধিবেশন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর তিনটে পর্যন্ত হয়েছিল। 
পাঁচটি রাজ্য সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে চারটি রাজ্যে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। এরই প্রেক্ষাপটে আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। 


এদিন সীতারামন জম্মু ও কাশ্মীরের বাজেট বেশ করবেন। সংসদীয়. কমিটি ওই বাজেট সংক্রান্ত ডিমান্ড ফর গ্র্যান্টসের ওপর রিপোর্ট পেশ করবে সংসদীয় কমিটি। সংবাদসংস্থার যে বিবৃতি উল্লেখ করেছে, তাতে বলা হয়েছে যে, ২০২২-২৩ অর্থবর্ষের জন্য অর্থমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বাজেট পেশ করবেন। 


সংবিধান (তফশিলি উপজাতি) নির্দেশিকা (সংশোধন) বিল নিয়ে লোকসভায় বিতর্ক ও অনুমোদনের বিষয়টিও সূচিতে রেখেছে। সংসদের চলতি অধিবেশেনের দ্বিতীয় পর্বে ১৪ টি বিল ও ছয়টি আর্থিক বিষয় উত্থাপণের জন্য চিহ্নিত করেছে সরকার। সরকার সমস্ত নতুন বিলগুলি পেশ ও বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই সেগুলিতে অনুমোদনের চেষ্টা করবে। 


বাজেট অধিবেশেন প্রথম পর্ব শুরু হয়েছিল ২৯ জানুয়ারি। চলেছিল ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের অধিবেশন ৮ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি অধিবেশনে বিভিন্ন ইস্যুতে ফের শাসক ও বিরোধীদের বাকযুদ্ধ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। চার রাজ্যের ভোটে সাফল্য পেয়ে উদ্দীপ্ত বিজেপি। এই অবস্থায় সরকারকে কীভাবে বিরোধীরা নিশানা করে সেটাই এখন দেখার।