পানাজি (গোয়া) : বিজেপি নেত্রী (BJP Leader) সোনালি ফোগতের (Sonali Phogat) রহস্যমৃত্যুতে গ্রেফতার তাঁরই আপ্তসহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং ঘনিষ্ঠ সুখবিন্দর সিংহ। গোয়া পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে পানীয়তে মাদক মিশিয়ে জোর করে সোনালি ফোগতকে খাওয়ানো হয়েছিল। জেরায় সেকথা স্বীকার করেছেন ধৃত সুখবিন্দর সিংহ এবং সুধীর সাঙ্গোয়ান।
এরই মাঝে তদন্তকারীদের হাতে এসেছে গোয়ার একটি ক্লাবের সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, সোনালি ফোগতকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন, তাঁর আপ্তসহায়ক সুধীর সাঙ্গোয়ান। প্রায় ২ ঘণ্টা সোনালিকে বাথরুমে ফেলে রাখা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে, সোনালি ফোগতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন ; শরীরে আঘাতের চিহ্ন, ভারী কিছু দিয়ে আঘাত সোনালীকে! বিজেপি নেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
কী বলছে পরিবার ?
পুলিশের তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেছে সোনালি ফোগতের পরিবার। তাঁর ভাই রিঙ্কু ঢাকা বলেন, যেভাবে আমার দিদির খুনের তদন্ত চলছে তাতে আমরা খুশি। সিসিটিভি ফুটেজে সত্যিটা সামনে চলে এসেছে। আজই দিদির শেষকৃত্য হয়েছে। তাঁকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব।
গত ২২ অগাস্ট অভিযুক্তরা সোনালির সঙ্গে গোয়া যান। আইজিপি ওমবীর সিং বিষ্ণৌ বলেন, পানীয়তে মাদক মিশিয়ে জোর করে সোনালিকে তা খাওয়ানো হয়েছিল বলে জেরায় স্বীকার করেছেন সুখবিন্দর এবং সুধীর ।
এর আগে রিঙ্কু পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, সোনালিকে সুধীর সাঙ্গোয়ান ও সুখবিন্দর সিংহ খুন করেছেন। তাঁর সম্পত্তি হাতিয়ে নিয়ে রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য খুন করা হয়েছে।
প্রসঙ্গত, সোনালির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল প্রথমে। কিন্তু বিজেপি নেত্রীর মৃত্যু (Sonali Phogat Death) নিয়ে জলঘোলা থামেনি তাতে। তাঁকে খুন করা হয়েছে বলে শুরু থেকেই দাবি করছিল পরিবার। ময়নাতদন্তের (Post Mortem Report) রিপোর্টেও উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ভারী এবং ভোঁতা জিনিস দিয়ে তাঁকে আঘাত করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেন তদন্তকারীরা। সোনালির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। বৃহস্পতিবার গোয়া (Goa) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে পুলিশের হাতে পৌঁছনো ময়নাতদন্তের রিপোর্টেই সোনালির শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার উল্লেখ রয়েছে।