Fixed Deposit: হাতে রয়েছে আর মাত্র কিছুদিন। দেশের বড় ব্যাঙ্কগুলিতে বিশেষ স্থায়ী আমানতে বেশ সুদ পেতে চাইলে এটাই শেষ সময়। যেহেতু ব্যাঙ্কগুলি সাধারণ নাগরিক থেকে প্রবীণ নাগরিকদের সাধারণ এফডি-র হার বাড়িয়েছে, তাই এই বিশেষ এফডিগুলি বন্ধ করা হচ্ছে। এই বিশেষ FDগুলি ৩১ মার্চের পরে বন্ধ হয়ে যাবে।


আপনি যদি আরও সুদের জন্য FD তে বিনিয়োগ করতে চান, তাহলে এখানে কিছু বিশেষ ফিক্সড ডিপোজিটের সুদ সম্পর্কে তথ্য রয়েছে। যাতে বিনিয়োগ করে আপনি ভাল সুদ পেতে পারেন। জেনে নিন, কোন কোন ব্যাঙ্ক এই অফার দিচ্ছে।


SBI FD : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষ এফডি


SBI-এর দুটি বিশেষ FD-র মেয়াদ 31 মার্চের পরে শেষ হচ্ছে৷ Vcare ও 400 দিনের এই দুটি FD 2020 সালে শুরু হয়েছিল৷ VCare-এ 30 bps থেকে 50 bps পর্যন্ত অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে৷ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এর অধীনে সুদ ৭ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের 400 দিনের জন্য অমৃত কলশ স্পেশাল এফডি-তে 7.60 শতাংশ সুদ দেওয়া হচ্ছে।


HDFC FD: এইচডিএফসি ব্যাঙ্কের বিশেষ এফডি


এই ব্যাঙ্কটি 2020 সালের মে মাসে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ FD শুরু করেছে৷ এই বিশেষ FD-এর অধীনে 0.25 শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে৷ এটির মেয়াদ 10 বছর ও সুদ 7.75 শতাংশ।


IDBI FD: আইডিবিআই ব্যাঙ্ক এফডি


এই ব্যাঙ্ক 400 দিন ও 700 দিনের মেয়াদের বিশেষ FD-তে সাধারণ জনগণকে 0.25% ও সিনিয়র সিটিজেনদের 0.50% সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের এই FD-তে 7.50% সুদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ১০ বছরের মেয়াদে সুদ ৭ শতাংশ।


Indian Bank FD: ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশাল এফডি


555 দিনের বিশেষ FD-তে এই ব্যাঙ্ক সাধারণ মানুষকে 7% এবং প্রবীণ নাগরিকদের 7.50% সুদ দিচ্ছে। এতে 5000 থেকে 2 কোটি টাকা বিনিয়োগ করা যেতে পারে।


Punjab Sindhu Bank : পঞ্জাব ও সিন্ধু ব্যাঙ্ক
এই ব্যাঙ্কটি তিন ধরনের বিশেষ এফডি অফার করছে। এই ব্যাঙ্ক প্রথম 222 দিনের জন্য বিশেষ এফডি-তে 8.85 শতাংশ সুদ দিচ্ছে। এই ব্যাঙ্ক দ্বিতীয় 601 দিনের FD-এ 7.85 পর্যন্ত সুদ দিচ্ছে। তৃতীয় 300 দিনের মেয়াদের জন্য 8.35 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। তাই দেরি করলে আর এই সুযোগ পাবেন না।


আরও পড়ুন : Tax Saving: হাতে মাত্র ১০ দিন, ৩১ মার্চের আগে ঝুঁকি ছাড়াই কর বাঁচাবে এই ট্যাক্স সেভিং স্কিমগুলি