Share Market Update: ১৯,০০০-এ যাওয়ার আশা এখন অতীত কথা। বাজার বিশেষজ্ঞদের ধারণা,চলতি মাসেই ১৬,৫০০-র দিকে ঝুঁকতে পারে নিফটি। অন্তত সপ্তাহের শেষ দিনেও সেই ইঙ্গিত দিয়ে গেল ভারতীয় শেয়ার বাজার। এদিনও বিশ্ববাজারে মন্দা ও কোভিডের আতঙ্ক প্রভাব ফেলেছে দালাল স্ট্রিটে।
Stock Market Closing: আজ কেমন গেছে মার্কেট ?
এদিন গ্লোবাল মার্কেটের প্রভাব পড়েছে দালাল স্ট্রিটে। সেনসেক্স ও নিফটি এই নিয়ে টানা তিনদিন লালে দৌড় থামিয়েছে।শুক্রবার ২০২৩-এর প্রথম সাপ্তাহিক ক্ষতি নথিভুক্ত করেছে দুই সূচক। দালাল স্ট্রিটের দুর্বলতার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে গুরুত্বপূর্ণ চাকরি ডেটা। যে কারণে BSE সেনসেক্স দিনের সর্বনিম্ন 683 পয়েন্ট কমে 59,670-তে চলে গিয়েছিল। পর অবশ্য দিনের শেষে 453 পয়েন্ট কমে 59,900-তে বন্ধ হয়েছে সেনসেক্স। অন্যদিকে, বৃহত্তর NSE নিফটি 17,796-এর সর্বনিম্ন পয়েন্ট ছুঁয়েছে । শেষে 133 পয়েন্ট কমে 17,859-তে থেমেছে নিফটি।
Share Market Update: কোন শেয়ারে পতন, কীসে লাভ হয়েছে ?
আজ সেনসেক্সের ৩০ টি শেয়ারের প্ল্যাটফর্মে ফিন্যান্স, আইটি শেয়ারগুলিতে ধস দেখা গিয়েছে ৷ TCS, IndusInd Bank, Bajaj twins, Tech M, Kotak Bank, Infosys, Airtel, Tata Motors, Titan, Wipro সেনসেক্সে ক্ষতির নেতৃত্ব দিয়েছে। এই স্টকগুলিতে ১-৩ শতাংশ পতন হয়েছে। যেখানে JSW Steel নিফটির সবথেকে দুর্বল স্টক হিসাবে প্রমাণিত হয়েছে। উল্টো দিকে, M&M, Reliance, Nestle, ITC, L&T, Britannia, BPCL, ONGC ১ শতাংশ পর্যন্ত বেড়েছে।
Nifty Update: কোন খাতের কী অবস্থা ?
আজকের বাজারে বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলির প্রতিটি ০.৭ শতাংশ হ্রাস পেয়েছে। সেক্টরের দিকে তাকালে,বাজারের লোকসান সমানভাবে সেক্টর জুড়ে পড়েছে। নিফটি আইটি ২ শতাংশ কমেছে । এর সঙ্গে রয়েছে ব্যাঙ্ক,ফিন্যান্স, মেটাল, রিয়েলটি, ফার্মা সূচকগুলি। যা ০.৭-১ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এফএমসিজি ও কনজিউমার ডিউরেবলস ভগ্নাংশ লাভের সঙ্গে বাজারে বন্ধ হয়েছে। তবে আজকের বাজারে স্টকগুলির মধ্যে, IDBI ব্যাঙ্ক ৮ শতাংশ লাভের সঙ্গে বন্ধ হয়েছে। ব্যাঙ্কে সরকারের অংশীদারিত্ব নিয়ে SEBI-র নতুন করে অনুমতির পরই এই দুরন্ত গতি দেখা গিয়েছে শেয়ারে। আপাতত সোমবারের দিকে তাকিয়ে বিনিয়োগকারীরা। নিফটি ১৮,০০০ পয়েন্টের নিচে যাওয়ায় নতুন করে চিন্তা বেড়েছে তাদের।