Share Market Update: শুরুটা সবুজে হলেও লালে দৌড় শেষ করল বাজার। বৃহস্পতিতে ফের আতঙ্ক দেখা গেল ভারতীয় শেয়ার বাজারে। এদিন হতাশাজনক ট্রেডিং সেশনের সাক্ষী থাকেন বিনিয়োগকারীরা। আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের ব্যাপক বিক্রি ও মুনাফা বুকিং দেখা যায়। যার ফলে BSE সেনসেক্স আবার 60,000 পয়েন্টের নিচে নেমে আসে। 


আজকের ট্রেডিং শেষে, সেনসেক্স 542 পয়েন্ট কমে 59,806-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 165 পয়েন্ট কমে 17,589 পয়েন্টে বন্ধ হয়েছে। সকালে উচ্ছ্বাসের সঙ্গে বাজার খুললেও পরে প্রফিট বুকিং ফিরেছে বাজারে। এক সময় সেনসেক্স তার দিনের সর্বোচ্চ থেকে 720 ও নিফটি 200 পয়েন্টে নেমে গিয়েছিল।


Stock Market Closing: আজ সেক্টর আপডেট


আজকের লেনদেনে সব খাতের শেয়ারে পতন দেখা গেছে। ব্যাঙ্কিং, অটো, আইটি, মেটাল, এনার্জি, এফএমসিজি, ফার্মা, স্বাস্থ্যপরিষেবা, রিয়েল এস্টেট, মিডিয়া নিচে ছিল। সেখানে তেল-গ্যাস ছাড়াও ভোক্তা টেকসই খাতের শেয়ারও পতনের সঙ্গে বন্ধ হয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিতেও প্রফিট বুকিং হয়েছে। ব্যাঙ্ক নিফটি 0.77 শতাংশ বা 320 পয়েন্ট কমে 41,256 পয়েন্টে বন্ধ হয়েছে। 


Share Market Update: কোন খাতের কী অবস্থা হয়েছে আজ


নিফটি আইটি 1.08 শতাংশ ও এফএমসিজি 1.01 শতাংশ কমেছে। 50টি নিফটি স্টকের মধ্যে, 36টি পতনের মুখ দেখলেও 14টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে। এখানে 30টি সেনসেক্স স্টকের মধ্যে 7টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে। বাকি 23টি পতনের সঙ্গে দৌড় থামিয়েছে৷ বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ হয়েছে 264.30 লক্ষ কোটি টাকা।


Stock Market Closing: আজ বেড়েছে এই স্টকগুলি


টাটা স্টিল 1.60 শতাংশ, লারসেন 1.03 শতাংশ, অ্যাপোলো হসপিটালস 0.96 শতাংশ, ভারতী এয়ারটেল 0.89 শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক 0.80 শতাংশ, JSW স্টিল 0.71 শতাংশ, সিপ্লা 0.51 শতাংশ, এনটিপিসি 0.70 শতাংশ এবং এনটিপিসি 0.70 শতাংশ। আজকের বাণিজ্যে নেসলে ০.০৯ শতাংশ। সঙ্গে বন্ধ।


Share Market Update:আজ বাজারে কমেছে এই স্টকগুলি 


পতনশীল শেয়ারের দিকে তাকালে, আদানি এন্টারপ্রাইজ 4.24 শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 3.24 শতাংশ, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স 2.88 শতাংশ, রিলায়েন্স 2.40 শতাংশ, আদানি পোর্টস 2.08 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 2,05 শতাংশ কমেছে। আইশার মোটরস 1.80 শতাংশ।


Hindenburg Report On Adani: এক রিপোর্টে এত পতন
গত ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিসেবে গোলমালের অভিযোগ আনে আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা। এই শর্ট সেলিং ফার্মের রিপোর্টের জেরেই ধরাশায়ী অবস্থা হয়েছে আদানি গোষ্ঠীর স্টকের। লগ্নি সংক্রান্ত বিষয়ে আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research)একটি রিপোর্টে সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়। অভিযোগ ওঠে, ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী লাগাতার শেয়ার দরে কারচুপি করেছে, আর্থিক প্রতারণায় যুক্ত থেকেছে। তার পর থেকেই শেয়ার বাজারে লাগাতার ক্ষতির সম্মুখীন হয়েছেন আদানি।