Stock Market: সপ্তাহের শুরুটা ভালে হলেও আশ্বস্ত হতে পারেননি বিনিয়োগকারীরা। মঙ্গলে তাই দিশা দেখাল না ভারতীয় শেয়ার বাজার। দিনভর অস্থিরতা দেখা গেল নিফটি ,সেনসেক্সে। দিনের শেষে লালেই থামল নিফটি, সেনসেক্সের সূচক।


Share Market: আজ কী অবস্থা ছিল বাজারের ?
এদিন সকাল থেকেই অস্থির মতি ছিল বাজারের। অনেক সময় সবুজে কিছু পয়েন্ট উঠেও ফের লালে চলে আসছিল নিফটি। তবে আজ প্রথমার্ধে ১৭,৬০০-র সাপোর্ট ভাঙতে দেয়নি বুলসরা। নিচে নেমেও ১৭,৬৮৫-র দিকে চলে এসেছিল নিফটি। দুপুরের দিকে অনেকক্ষণ এই পরিস্থিতির সাক্ষী ছিল বাজার। কিন্তু দিনের শেষে লালে যাত্রা শেষ করে নিফটি , সেনসেক্স। ০.৬ শতাংশ কমে ১৭,৬৫৫.৬০-এ থমকায় নিফটি। সেখানে বম্বে স্টক এক্সচেঞ্জ ০.০৮ শাতংশ কমে ৫৯১৯৬.৯৯-এ দৌড় থামায় বুলসরা। 


Stock Market Update: কোন খাতে কী অবস্থা হয়েছে ?
মঙ্গলবার নিফটির তিনটি সূচকই অর্ধ শতাংশের বেশি বেড়েছে। রিয়েলটি সূচকও অর্ধ শতাংশ বেড়েছে। আইটি, মেটাল, ফার্মা সহ অন্যান্য সূচকগুলিও সবুজে ছিল বাজার শেষের দিকে। হেভিওয়েট শেয়ারে কেনাকাটা দেখা গেছে। আজকের সেরা শেয়ারগুলির মধ্যে রয়েছে NTPC, MARUTI, INDUSINDBK, RELIANCE, POWERGRID, BHARTIARTL, ICICIBANK, 
HDFCBANK।


Share Market: বাজার বিশেষজ্ঞদের অনুমান 


বাজার বিশেষজ্ঞরা বলছেন, ৮ সেপ্টেম্বর চিনে সার্বিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশিত হবে। বিশ্বের একাধিক সংবাদমাধ্যমের মতে, চলতি সময়ে কোভিডে লকডাউন করায় অনেকটাই ধাক্কা খেয়েছে কোম্পানিগুলির প্রাডাকশন। সেই ক্ষেত্রে চিনা মার্কেটের খারাপ ফল ব্যাপক প্রভাব ফেলতে পারে ভারতীয় শেয়ার বাজারে। যদিও এই ধস দালাল স্ট্রিট অনায়াসে সামলে উঠবে বলে মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা। তাদের মতে, কারেকশনের পর ১৯,০০০-এর দিকে ছুট দিতে পারে নিফটি। দীপাবলি পর্যন্ত মার্কেটে উত্থান জারি থাকতে পারে। 


Stock Market Update: তেলের দাম বাড়াতে পারে চিন্তা
বিশ্ব বাজারের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, নতুন করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সেই ক্ষেত্রে 'ওপেক' সংগঠনের বৈঠকের দিকে তাকিয়ে সারা বিশ্ব। সেখানে তেল তোলার পরিমাণ কমানোর কথা ঘোষণা হলেই আরও তেলের দাম বাড়বে। ফলে স্বাভাবিকভাবেই প্রোডাকশন কস্ট বাড়াতে হবে কোম্পানিগুলিকে। যার সরাসরি প্রভাব পড়বে ভারতীয় শেয়ার বাজারে। অতীতেও এই কারণে পড়েছ নিফিটি, সেনসেক্স।


আরও পড়ুন : PM Modi Investment: চারটি সোনার আংটি, এক বছরে কত সম্পদ বেড়েছে নরেন্দ্র মোদির ?