নয়াদিল্লি: রাহুল গাঁধীর নেতৃত্বে চলছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। তামিলনাড়ু থেকে শুরু হয়ে কেরল ঘুরে এখন কর্নাটকের মধ্যে দিয়ে চলছে সেই দীর্ঘ পদযাত্রা। এরই মধ্যে ভোটের দামামা বেজে গিয়েছে গুজরাত ও হিমাচল প্রদেশে। ঠিক এই পরিস্থিতিতে রাহুল গাঁধীকে ভোটমুখী ২ রাজ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিলেন কংগ্রেস সাংসদ ফ্রান্সিসকো সার্দিনহা। তিনি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই গোয়া, যেখানে কিছুদিন আগেই বিধানসভা ভোটে বিজেপির কাছে হেরেছে কংগ্রেস। ওই সাংসদ এটাও দাবি করেছেন যে, কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যেটি বিজেপিকে হারাতে পারবে।
কী বলেছেন ওই নেতা:
কংগ্রেস সাংসদ ফ্রান্সিসকো সার্দিনহা বলেছেন, 'কংগ্রেসের জন্য ভারত জোড়ো যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল স্তরে দলকে শক্তিশালী করতে চাই আমরা। রাহুল গাঁধী অসাধারণ কাজ করছেন। কিন্তু এখন আমি চাই উনি এখুনি এটা বন্ধ করুন এবং হিমাচল প্রদেশ ও গুজরাতে যান যেখানে নির্বাচন রয়েছে।' পানাজিতে এইসিসি সভাপতি নির্বাচনের সময় এই কথা বলেন ফ্রান্সিসকো।
কবে কোথায় নির্বাচন:
আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। গুজরাতের জন্য নির্বাচনের দিন এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
ভারত জোড়ো যাত্রা:
কংগ্রেসের তরফে যে ভারত জোড়ো যাত্রা করা হচ্ছে, তা গোটা ভারতে মোট ৩৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করবে। মোট দেড়শো দিনে হবে এই যাত্রা। ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এই কর্মসূচি। জম্মু-কাশ্মীরে গিয়ে শেষ হবে এই পদযাত্রা।
শশী তারুরকেও খোঁচা:
সোমবার সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী তারুরের লড়াই নিয়েও কটাক্ষ করেছেন ওই সাংসদ। তাঁর কটাক্ষ, শশী তারুরের লড়াই থেকে সরে আসা উচিত ছিল, যাতে মল্লিকার্জুন খাড়গের মতো বর্ষীয়ান নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারতেন। তিনি বলেছেন, 'গোয়া থেকে ৯০ শতাংশ ভোটই খাড়গে পাবেন।'