বেঙ্গালুরু: বেঙ্গালুরুর যানজট সম্পর্কে কমবেশি অনেকেই অবগত। খুব অল্প রাস্তা পার করতেও কার্যত নাজেহাল হয়ে যান নিত্যযাত্রীরা। রোজের ঝঞ্ঝাট কাটিয়ে গন্তব্যে পৌঁছনো প্রায়ই দুষ্কর হয়ে দাঁড়ায় ব্যস্ত সময়ে। তবে এই দুর্ভোগের সময়েও অন্য ছবি ধরা পড়ল বেঙ্গারুলুর (Bengaluru) রাস্তাতেই।
এই গল্প এমন একজন দায়িত্ববান চিকিৎসকের, যে রোগীর প্রাণ বাঁচাতে কার্যত ঝুঁকি নিলেন নিজের প্রাণেরই। যা শুনে অবাক হবেন আপনিও। জানতে ইচ্ছে করছে তো ঠিক কী করেছেন তিনি?
মনিপাল হাসপাতালের (Manipal Hospital) গ্যাস্ট্রোএন্টারোলজির (Gastroenterology) শল্য চিকিৎসক গোবিন্দ নন্দকুমার। গত ৩০ অগাস্ট একটি ইমার্জেন্সি অপারেশন করার কথা ছিল তাঁর। রোজের মতো এ দিনও হাসপাতালের উদ্দেশেই রওনা দিয়েছিলেন ডাঃ নন্দকুমার। তবে যাওয়ার পথেই দীর্ঘ যানজটের মধ্যে ফেঁসে যান চিকিৎসক।
এ দিকে অপারেশনে অতিরিক্ত দেরি হলে রোগীর ক্ষতির আশঙ্কাও বাড়ছিল। তাই সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেন, গাড়িতে নয়, জ্যাম এড়াতে হেঁটেই হাসপাতালে পৌঁছবেন তিনি। যেমন ভাবা, তেমনি কাজ। গাড়ি থেকে নেমে প্রায় ৩ কিলোমিটার রাস্তা কার্যত দৌড়ে গন্তব্যে পৌঁছন ডাঃ গোবিন্দ নন্দকুমার। পৌঁছে অপারেশন শেষ করেন তিনি।
দৌড়ে গন্তব্যে পৌঁছনোর একটি ছোট ভিডিও চিকিৎসক নিজেই তাঁর ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেছেন। ভিডিও প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'আমি প্রতিদিন সেন্ট্রাল বেঙ্গালুরু থেকে সারজাপুরের মণিপাল হাসপাতালে যাতায়াত করি, যা বেঙ্গালুরুর দক্ষিণ-পূর্বে অবস্থিত। এদিন আমি অস্ত্রোপচারের জন্য ঠিক সময়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার টিমও প্রস্তুত ছিল, কথা ছিল আমি পৌঁছনর সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার হবে। কিন্তু প্রচন্ড যানজট দেখে, আমি গাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নি এবং দ্বিতীয়বারের জন্য না ভেবে হাসপাতালের দিকে ছুট দিই।'
দেখুন সেই ভিডিও
উল্লেখ্য, এদিন তৈরিই ছিল দল, ডাঃ নন্দকুমার পৌঁছনো মাত্রই অপারেশনের কাজ শুরু করে দেন। জানা গিয়েছে, অপারেশন সফল হয়েছে এবং রোগীও সুস্থ হয়ে সময় মতো হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন।
আরও পড়ুন: PM Modi Gift Auction: প্রধানমন্ত্রী মোদির পাওয়া উপহার কিনতে পারবেন আপনিও, মূল্য ১০০ থেকে ১০ লাখ টাকা