IPO Update: বিনিয়োগকারীদের জন্য বড় খবর।  এবার 'ইনিশিয়াল পাবলিক অফারিং'(IPO) আনতে চলেছে দেশের বৃহত্তম ওয়াইন প্রস্তুতকারক সুলা ভিনইয়ার্ডস। আগামী সপ্তাহে কোম্পানির আইপিও চালু করতে যাচ্ছে সংস্থা। সুলা ভিনইয়ার্ডের আইপিও ১২ ডিসেম্বর আবেদনের জন্য খোলা হবে। বিনিয়োগকারীরা ১৪ ডিসেম্বর পর্যন্ত এই আইপিও-র জন্য আবেদন করতে পারবেন। এই আইপিওর মাধ্যমে কোম্পানি বাজার থেকে ৯৫০ থেকে ১০০০ কোটি টাকা তুলতে পারে। শীঘ্রই প্রাইস ব্যান্ডও ঘোষণা করা হবে সুলার।


Sula Vineyards IPO: দেশের প্রথম ওয়াইন কোম্পানির আইপিও ? 
সুলা ভিনইয়ার্ডস যদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, তবে এটি হবে দেশের প্রথম ওয়াইন তৈরির কোম্পানি যা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চলেছে। ৯ ডিসেম্বর এই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য খোলা হবে। পরবর্তীকালে এই  IPO জনসাধারণের জন্য ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। অফার ফর সেলের মাধ্যমে আইপিওতে তহবিল সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ কোম্পানির বিনিয়োগকারী বা প্রোমোটাররা তাদের ইক্যুইটি বিক্রি করবে। Sula Vineyards বিক্রয়ের জন্য একটি অফারের মাধ্যমে প্রতিটি ২ টাকার ২৫,৫৪৬,১৮৬ ইক্যুইটি শেয়ার ইস্যু করবে।


IPO Update: কোন সূচকে তালিকাভুক্ত হবে আইপিও ?
কোম্পানি ইতিমধ্যেই আইপিও আনার জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) থেকে অনুমোদন পেয়েছে। কোম্পানিটি 2022 সালের জুলাইয়ে তার আইপিও চালু করার জন্য SEBI-এর কাছে একটি খসড়া কাগজ (DRHP) দাখিল করেছিল। সুলা ভিনইয়ার্ডের শেয়ার বিএসই ও এনএসইতে তালিকাভুক্ত হবে।


Sula Vineyards IPO: কী বলছে কোম্পানির ব্যালেন্সশিট 
2021-22 সালে সুলা ভিনইয়ার্ডের আয় ছিল 453.92 কোটি টাকা । যেখানে কোম্পানির লাভ ছিল 52.14 কোটি। 2020-21 সালে এর রেভিনিউ বা রাজস্ব ছিল 417.96 কোটি টাকা। সংখ্যাতত্ত্ব বলছে, কোম্পানির লাভ ছিল 3.01 কোটি টাকা। 1996 কোম্পানি প্রতিষ্ঠিত হয়। Sula Vineyards 13টি ব্র্যান্ড নেমে লেবেলযুক্ত 56 প্রকারের ওয়াইন তৈরি করে। বর্তমানে কোম্পানিটি ওয়াইন মার্কেটের অন্যতম জায়ান্ট। মহারাষ্ট্র ও কর্ণাটকে কোম্পানির চারটি মালিকানাধীন ও দুটি লিজড প্ল্যান্ট রয়েছে৷ কোম্পানির দুটি ওয়াইন রিসর্ট নাসিকেও রয়েছে। কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, সিএলএসএ ইন্ডিয়া ও আইআইএফএল সিকিউরিটিজ হল আইপিওর বুক রানিং লিড ম্যানেজার, আর কেফিন টেকনোলজিস আইপিওর নিবন্ধক৷ 


দেশে চলতি বছরে অনেক কোম্পানির আইপিও বাজারে নথিভুক্ত হয়েছে। যার মধ্য়ে সম্প্রতি বিকাজি ও মেদান্তা হসপিটাল বাজারে শেয়ার ছেড়েছে। যা বাজারে তালিকাভুক্ত হওয়ার পর ইতিমধ্য়েই ১০ শতাংশ লাভ দিয়েছে বিনিয়োগকারীদের। সুলার থেকেও সেরকম কিছু আশা করছে বিনিয়োগকারীরা।  


আরও পড়ুন : Fixed Deposit Rates: এখন FD-তে পাবেন ৮.২৫ পর্যন্ত রিটার্ন , এই ব্যাঙ্কগুলিতে বেশি সুদ