হায়দরাবাদ: হায়দরাবাদ: এবার তেলঙ্গনায় জারি হল নাইট কারফিউ। তেলঙ্গনা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। আজ থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে ১ মে ভোর পর্যন্ত। তবে, জরুরি পরিষেবাকে এই কারফিউর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।


তেলঙ্গনা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় রাত ৮টা থেকে অফিস, দোকান, প্রতিষ্ঠান, রেস্তোরাঁ সব বন্ধ হবে। তবে, হাসপাতাল থেকে শুরু করে মেডিক্যাল ল্যাব, ফার্মাসি ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সকল প্রতিষ্ঠান, সেগুলি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।


কারফিউর আওতা থেকে বাদ রাখা হয়েছে সংবাদমাধ্য়ম, টেলি যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা, সম্প্রচার, কেবল পরিষেবা, তথ্য়প্রযুক্তি ও অনুসারী, ই-কমার্সের মাধ্যমে পণ্য সরবরাহ ও ডেলিভারি, পেট্রোল পাম্প, এলপিজি ও সিএনজি আউটলেট, বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ বণ্টন, জল পরিষেবা, সাফাইয়ের কাজ, কোল্ড স্টোরেজ, ওয়্যারহাউস, বেসরকারি নিরাপত্তা পরিষেবা ইত্যাদি।


প্রশাসনের তরফে বলা হয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি, কেন্দ্র ও রাজ্য সরকারি অফিসার, বেসরকারি মেডিক্যাল কর্মী যেমন চিকিৎসক, নার্স, প্যারামেডিক ও হাসপাতাল পরিষেবার সঙ্গে যুক্তরা নাইট কারফিউয়ের সময় বের হতে পারবেন। তবে, সকলকে আবশ্যিক পরিচয়পত্র রাখতে হবে। পুলিশ দেখতে চাইলে, তা দেখাতে হবে। 


এছাড়া, অন্তঃসত্ত্বা মহিলাদেরও ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি, বিমানবন্দরের উদ্দেশে বা সেখান থেকে বেরনো যাত্রী থেকে শুরু করে রেলযাত্রী ও দূরপাল্লার বাস স্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীদের নিষেধাজ্ঞা থেকে রেহাই মিলবে, তবে, বৈধ টিকিট সঙ্গে থাকতে হবে। 


রাজ্যের মুখ্যসচিব সোমেশ কুমার বলেন, অন্তঃরাজ্য  বা আন্তর্রাজ্য পণ্যের যাতায়াতে কোনওপ্রকার নিষেধাজ্ঞা থাকবে না। এক্ষেত্রে কোনও বিশেষ পাসেরও প্রয়োজন নেই। তবে, রাত্রিকালীন কারফিউ চলাকালীন বন্ধ থাকবে যাবতীয় সাধারণ গণ-পরিবহণ।


প্রশাসনের তরফে জেলা কালেক্টর ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, কঠোরভাবে কারফিউয়ের নিয়ম কার্যকর করতে। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন অনুযায়ী নাইট কারফিউয়ের শর্তাবলী অনুসরণ করতে। 


এ-ও বলা হয়েছে, নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।